Press "Enter" to skip to content

[প্রদীপের সঙ্গে আলাপ=প্রলাপ]
{পর্ব-(০১৮)}

Spread the love

ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। কলকাতা, ২৯, ডিসেম্বর, ২০২০। কূয়োর বাইরের খবর। আমাদের দেশে বিভিন্ন সংবাদ সংস্থা যে সব সংবাদ পরিবেশন করে থাকেন, সেটাকে বিশ্বাস করে আমরা পৃথিবীর বর্তমান চেহারাটা বুঝে নিয়ে থাকি।এই সুবাদে, সংবাদ সংস্থাগুলোর ওপর নির্ভর করিয়ে, আসলে জনগণের চিন্তা ওদেরই খপ্পড়ে কে যেন আটকে রাখে। ওরা যা জানাতে চাইবে, সেটুকুই জানবো। ওরা যা জানাতে চাইবে না, সেটা জানবো না।

দিশী শিল্পীদের আইকন হিসেবে ব্যবহার করে কতো বিজ্ঞাপনই তো আমরা দেশের মধ্যে দেখতে পাই। ছোট, বড়, মাঝারি ‌নানা রকম মাপের সেলিব্রেটি। কিন্তু ভারতের বাইরে একজন ভারতীয় সলিব্রেটিকে বিদেশী প্রোডাক্টের আইকন হিসেবে দেখতে পাওয়া যায় কি ?... যাঁর ছবি ব্যবহার করে কোনো বিদেশী প্রোডাক্ট, বিদেশের খদ্দেরকে আকৃষ্ট করছেন? আমার চোখে তো পড়েনি। ভুল ভাঙ্গালো এই কোভিডের অবসর। একটা ছবি আমার সে প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে Hoover Washing Machine-এর হয়ে বিজ্ঞাপনের আইকন হয়েছিলেন আমার বাবা, জাদুসম্রাট পি সি সরকার। সেই ছবি এখানে প্রকাশ করলাম। বাবার জন্য নতুন করে আবার গর্ব বোধ করছি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *