শতভিষা দত্ত, কলকাতা, ১১ ফেব্রুয়ারি, ২০২২। আমার ভোট আমার ভবিষ্যৎ : একটি ভোটের ক্ষমতা – এই স্লোগানকে সামনে রেখে ভোটার সচেতনতা প্রতিযোগিতা। দেশজুড়ে চালু রয়েছে। এ রাজ্যেও তা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়। রাজ্যের অতিরিক্ত নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু এ প্রসঙ্গে বলেন, ১৫ মার্চ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ক্যুইজ, সঙ্গীত, ভিডিও, পোস্টার ডিজাইন সহ স্লোগান প্রতিযোগিতা থাকছে। মূল উদ্দেশ্য, নাগরিক তথা ভোটারদের মধ্যে আরও সচেতনতা বাড়ানো। নগদ পুরস্কার ছাড়াও মিলবে নির্বাচন কমিশনের তরফে শংসাপত্র।
তিনি আরও জানিয়েছেন (https://ecisveep.nic.in/contest/) এই ওয়েবসাইট মারফৎ সমস্ত অংশগ্রহণকারীরা পাঁচটি বিভাগেই যোগ দিতে পারেন। শুধু তাই নয়, QR(কিউ আর) কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে তা হবে। সবশেষে, পরিচয় সহ এন্ট্রিগুলিকে মেল করতে হবে : voter-contest @eci.gov.in যে কোনও সরকারি ভাষায় (২২টি) এবং আঞ্চলিক সব ভাষা ছাড়াও হিন্দী এবং ইংরেজিতে যোগদান করা যাবে এই প্রতিযোগিতায়।
Be First to Comment