Press "Enter" to skip to content

প্রজেক্ট সীমা :- (সাস্টেনেবেল এমপাওয়ারমেন্ট  এন্ড এক্সপোলেরেশন ইন মাউন্টেন এরিয়াস) …।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ জুলাই, ২০২৫। বুধবার প্রেস ক্লাব কলকাতায় আসন্ন “প্রজেক্ট সীমা” এর সংবাদিক সম্মেলন নিয়ে প্রখ্যাত পর্বত আরোহী দেবাশিস বিশ্বাস উপস্থিত সাংবাদিকদের বলেন প্রতি বছরের মতন এ বছরও নতুন অভিযানে বের হচ্ছি। আমরা তো পর্বতারোহী তাই কিছু শীর্ষারোহণের চেষ্টা তো করবোই, তবে শুধুমাত্র পর্বত আরোহণের মধ্যেই আমাদের কর্মকান্ড সীমিত থাকবে না। ঠিক করেছি লাদাখ অঞ্চলের Tso-Moriri সংলগ্ন KORJOK PHU কে মূল শিবির বানিয়ে সেই এলাকায় কিছু সামাজিক এবং বৈজ্ঞানিক অনুসন্ধান করব। এবার দলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সামিল হয়েছেন বেশ কিছু অধ্যাপক, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, ডাক্তার ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্ব। তাঁরা ওই এলাকার চাষবাস, জল, নদী, হ্রদ, হিমবাহ, পাহাড়, জলবায়ু সংক্রান্ত গবেষণা চালাবেন; সাধারণ মানুষ ও তাদের গৃহপালিত পশু-পাখির স্বাস্থ্য পরীক্ষা, নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও প্রসার করে এলাকাটিকে একটা মডেল অঞ্চল হিসাবে তৈরি করার লক্ষ্যে চেষ্টা চালাবেন। অভিযাত্রীদল এলাকার সংলগ্ন শৃঙ্গগুলো আরোহণ করার পাশাপাশি পর্যবেক্ষণ করবে সেখানকার হিমবাহ, পাহাড়-পর্বত, নদী-নালা। যেহেতু এই প্রত্যন্ত এলাকাটা ভারতবর্ষের সীমান্ত নিকটবর্তী অপ্রতুল পরিকাঠামোযুক্ত এক জায়গা, সেখানকার মানুষজনের মানসিক, শারীরিক এবং সর্বোপরি আর্থিকভাবে সম্পূর্ণ সচ্ছলতা এলেই সেখানে সুস্থ একটা পরিবেশ তৈরি করা সম্ভব, দীর্ঘস্থায়ী আয়-এর এক পরিকাঠামো তৈরি হলেই এলাকাটির এক সার্বিক উত্তরণ হতে পারে; সে ক্ষেত্রে গ্রাম থেকে সাধারণ মানুষের শহরমুখী যে যাত্রা, তা রোধ করা যেতে পারে। এবং এভাবে সীমান্তের সেই এলাকাটি এক শক্তিশালী এলাকা হিসেবে তৈরি হতে পারে। এই মডেল কার্যকর হলে আমরা ভবিষ্যতে সীমান্তবর্তী অন্যান্য গ্রামেও এই ধরনের পরিকল্পনা কার্যকর করে এলাকাগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার সাথে সাথে মহান এই ভারতবর্ষের বিশাল সীমান্ত সুরক্ষিত করতে পারি।

আমাদের অভিযাত্রী দল যে শৃঙ্গ আরোহণ করার লক্ষ্যে এগোবেঃ Unnammed Peak (6,105 M)
এর সাথে সাথেই আমরা চেষ্টা করব আশেপাশের থাকা বেশ কিছু শৃঙ্গের মধ্যে কয়েকটি আরোহণ করার। যেমন – Karzok Kangri (33.044925, 78.236391); Yalung Nong (33.069086, 78.176047)
Gyama South-East (32.968761, 78.144426); Gyama East (32.989638, 78.135937)
Gyama South (32.967786, 78.120144); Gyama North (32.986475, 78.113414)
Mentok 1 (32.894204, 78.223873); Mentok 2 (32.919787, 78.203322)
Mentok 3 (32.934694, 78.181371); Kiager Ri (33.123869, 78.217079)

More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.