নিজস্ব প্রতিনিধি : হাওড়া, ১ সেপ্টেম্বর ২০২৪। প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রাজ্যের প্রতিটি জেলার মতোই হাওড়া জেলা সংগঠনের উদ্যোগে শরৎ সদনে স্বেচ্ছায রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হলো। এই উদযাপন দিবসে মূল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দপ্তরের উচ্চতর আধিকারিকসহ এই সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব শ্রী অনন্ত নন্দী ও সঞ্জয় আচার্য এবং সকল জেলা নেতৃত্ব । এই কর্মসূচিতে প্রায় ১০০ জন ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন। এই সংগঠনের হাওড়া জেলার সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায় ও জেলা সম্পাদক শ্রী সায়ন সরদার বলেন আজকের এই রক্তদান কর্মসূচিতে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এবং স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছিলেন প্রায় ১৫০ জন । আগামী দিনে এই ধরনের কর্মসূচিতে অন্যতম বৃহত্তর সংগঠন রূপে এই সংগঠনের ইঞ্জিনিয়াররা রাজ্যের ও এই জেলার প্রতিটি প্রান্তে তাদের এই সামাজিক কর্মসূচির ব্যাপ্তি আরও প্রসারিত করবে বলে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন।
প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের দশম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে স্বেচ্ছা রক্তদান সহ স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির….।

More from GeneralMore posts in General »
- অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের আয়োজনে ন্যাশনাল আয়রন লিফটিং আর্ম ফাইটিং ও গ্রিক গড শের ই হিন্দুস্থান ২০২৫…।
- নারী স্বাধীনতা ও নারীবাদে কল্যাণী বিশ্ববিদ্যালয়….।
- দুশ্চিন্তা বা মানসিক চাপ থেকে মুক্তির উপায় বললেন মনোবিদ থেকে পর্বতারোহীরা….।
- কলকাতা প্রেসক্লাবে অষ্টম সমাজকল্যান রত্ন সম্মান-২০২৫….।
- Cambridge University Press partners with VTU to strengthen STEM education in Karnataka….
- On women’s Day, Dabur Amla Hair Oil Launches Empowering “I’m Big, I’m Brave, I’m Beautiful” Campaign….
Be First to Comment