সুধীন চট্টোপাধ্যায় : ৩, নভেম্বর, ২০২০।
৩, নভেম্বর ১৮৬৬ আচার্য দীনেশচন্দ্র সেন-এর জন্মবার্ষিকী।প্রখর পাণ্ডিত্য ও প্রতিভায় প্রদীপ্ত পুরুষ। তিনিই বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম ইতিহাসকার। তিনি সাহিত্যিক, সাহিত্য গবেষক, ঐতিহাসিক ও লোকগাথা অন্বেষক।
তাঁর ছাত্রজীবন কেটেছে নিদারুণ দারিদ্রের সঙ্গে লড়াই করে।লেখাপড়া শেষ হওয়ার আগেই পরিবারের কথা চিন্তা করে শিক্ষকতার বৃত্তি নিতে বাধ্য হন। ১৮৯০-এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কাজ করার সময় গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণ সংহত করে ১৮৯৬-এ “বঙ্গভাষা ও সাহিত্য” শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ “হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার” প্রকাশিত হলে তা বিদ্বৎমহলে ভূয়সী প্রশংসা লাভ করে। বিশেষ করে রবীন্দ্রনাথ স্বয়ং তাঁকে অভিনন্দিত করেন। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেওয়া “রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোশিপ”র অধীনে তিনি ‘মৈমনসিংহ গীতিকা’ ও ‘পূর্ববঙ্গ গীতিকা’ সম্পাদনা করেন।
তাঁর অমর অবদান ঃ ‘বৃহৎ বঙ্গ’, ‘রামায়ণী কথা’, ‘বাংলাভাষা ও সাহিত্য’ ‘বৈদিক ভারত’, ‘প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানের অবদান’ এবং অবশ্যই ‘ময়মনসিংহ গীতিকা’।
আক্ষেপ একটাই আজ তিনি প্রায় বিস্মৃত।

Be First to Comment