Press "Enter" to skip to content

প্রকৃতি সচেনতা বাড়াতে অভিনভ উদ্যোগ মার্লিন গ্রুপের….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৭ মার্চ,২০২৩ – মানুষ এবং প্রকৃতির মধ্যে সুসম্পর্ক, অস্তিত্ব সচেতনতা তৈরি করার নতুন প্রয়াস, মার্লিন গ্রুপ কলকাতায় নেচার ফটোগ্রাফি কে কেন্দ্র করে একটি আকর্ষণীয় উদ্যোগ শুরু করতে চলেছে। নাম, মার্লিন গ্রিন ফ্রেমস। এটি একটি পরিবেশ কেন্দ্রিক ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং ওয়ার্কশপ। এই ধরনের উদ্যোগের আয়োজনের প্রধান উদ্দেশ্য হল পরিবেশ সংরক্ষণ, মানুষ এবং প্রকৃতির অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। ফটোগ্রাফি এমন একটি মাধ্যম, যেখানে ক্ষনিকের মূহুর্তকে একটি ফ্রেমে সংরক্ষন করা যেতে পারে এবং হারিয়ে যাওয়া প্রকৃতিকে ক্যামেরার মাধ্যমে জিয়িয়ে রাখা সম্ভব হতে পারে। পাশাপাশি ফটোগ্রাফারদের সৃজনশীলতা এবং প্রতিভা তিলোত্তমাবাসীর সামনে উঠে আসবে এই প্রতিযোগিতার মাধ্যমে।

প্রিন্সটন ক্লাবে এই অনুষ্ঠানের অনুষ্ঠানিক ঘোষনা করা হয়। উপস্থিত ছিলেন, শ্রী মিলন মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা- দক্ষিণ ২৪ পরগনা, শ্রীমতী বনানী কক্কর ও প্রদীপ কক্কর -পরিবেশ সংরক্ষণবিদ এবং পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার শ্রী প্রণব বসুর মত বিশিষ্টরা। মার্লিন এর এই উদ্যোগ নেওয়ার জন্য মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতার প্রশংসা করেন তারা। এছাড়া উপস্থিত ছিলেন পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার পূবারুন বসু, এবং বিশাখা দত্ত। সমগ্র উদ্যোগের বিচারক রুপে নিজেদের দায়িত্ব সামলাবেন এই তরুন তারকারা।

অনুষ্ঠানে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভাগীয় বন কর্মকর্তা, – “শ্রী মিলন কান্তি মন্ডল বলেন, মার্লিন এর উদ্যোগ কে আমি উৎসাহ দিতে এখানে এসছি। তারা আগেও পরিবেশ নিয়ে অনেক কাজ করেছে। তাদের মত এই উদ্যোগ যেন অন্যরা নেয়, সেটাই আমি চাই। এর ফলে পরিবেশ সচেনতা ও সংরক্ষনতা বাড়বে বলে আমি মনে করি।“

মার্লিন গ্রুপের চেয়ারম্যান শ্রী সুশীল মোহতা বলেন, “আমরা এই পরিবেশ কে সামনে রেখে ফটোগ্রাফি কনটেস্ট শুরু করতে এবং ফটোগ্রাফারদের দক্ষতা প্রদর্শন এবং প্রকৃতির সৌন্দর্যকে উদযাপন করার জন্য প্রবল উৎসাহি। এছাড়া ফটোগ্রাফারদের একটি প্ল্যাটফর্ম প্রদান করতে পেরে আনন্দিত। বর্তমান পরিস্থিতিতে, আমরা কর্মক্ষেত্রে চাপের কারণে ভার্চুয়াল জগতে ডুবে গেছি। আমি অনুভব করি যে প্রকৃতির মধ্যে বসবাস করেও তাকে খেয়াল রাখা সুস্থ জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ। এই ভাবনা থেকেই এমন একটি উদ্যোগ নেওয়া। আমি মিলন মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা, দক্ষিণ ২৪ পরগনা এবং পরিবেশ সংরক্ষনবিদ বনানী কক্কর, প্রদীপ কক্কর, ফটোগ্রাফার প্রণব বসু, অভিনেতা বাদশা মৈত্রকে সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই । আমাদের এই উদ্যোগকে সমর্থন করে এগিয়ে আসার জন্য সনি ইন্ডিয়া কে ধন্যবাদ জানাই। ”

অভিনেতা বাদশা মৈত্র বলেন, “এই অভিনব উদ্যোগের জন্য মার্লিন গ্রুপকে সাধুবাদ জানাই। আমরা পরিবেশ কে বর্তমান সময়ে অনেকটাই অবহেলা করে চলেছি। পরিবেশ কেন্দ্রিক এই রকম ভাবনা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেকটাই ভাবাতে এবং পরিবেশ সচেনতা করতে সাহাজ্য করবে।“

কলকাতার ইবিজা দ্য ফার্ন রিসোর্ট অ্যান্ড স্পা সংলগ্ন অ্যাকোয়াভিলে আগামি ১১ এবং ১২ মার্চ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অভিনেতা বাদশা মৈত্র অ্যাকোয়াভিলেতে অবস্থিত প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিযোগিতাটি সকাল ৬টায় শুরু হবে এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত। ফটোগ্রাফি প্রতিযোগিতাটি সমস্ত দক্ষতার স্তর এবং ফটোগ্রাফির শৈলীর জন্য উন্মুক্ত, যার সামগ্রিক বিষয় হল প্রকৃতির সৌন্দর্য কে তুলে ধরা। এই প্রতিযোগিতায় ৫টি বিভাগ রয়েছে- ল্যান্ডস্কেপ,ম্যাক্রো, পাখি উদ্ভিদ ও প্রাণী, কর্মজীবন। বিচারক পূবারুন বসু এবং বিশাখা দত্ত প্রতিযোগীদের পাশে মেন্টর হিসাবে থাকবেন এবং গাইড করবেন। তারা ছবির মূল্যায়ন করবে এবং বিজয়ীদের বিচার করবে। ফটোগ্রাফি প্রতিযোগিতার পাশাপাশি ‘সনি’ ফটোগ্রাফারদের তাদের উন্নত ভাবনা, নতুন কৌশল এবং টিপস শিখতে সাহায্য করবে এবং তাদের নিয়ে ইন্টারেক্টিভ ওয়ার্কশপও পরিচালনা করবে। কর্মশালার অ্যাঙ্করিং করবেন পুরস্কার বিজয়ী ফটোগ্রাফার শ্রী পূবারুন বসু যার পেশাগত অভিজ্ঞতা রয়েছে। তিনি ন্যাশনাল জিওগ্রাফিক এর সাথে কাজ করে চলেছেন। অংশগ্রহণকারীরা সনি এবং পূবারুন বসুর মত বিশেষজ্ঞ ফটোগ্রাফারদের কাছ থেকে শেখার, প্রশ্ন জিজ্ঞাসা করার এবং তাদের দক্ষতা উন্নত করার সুযোগ পাবেন। ওয়ার্কশপ বা কর্মশালাটি শুধুমাত্র ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এই উদ্যোগটির সমাপ্তি ঘটবে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমে। সেরা ১০ বিজয়ীদের জন্য গ্রিন ফ্রেমের গ্র্যান্ড ট্রফি সহ নগদ পুরস্কার ও ইবিজা ফার্ন রিসোর্ট এবং স্পা এবং প্রিন্সটন ক্লাবের পক্ষ থেকে উপহার থাকবে। বিজয়ীদেরও সনি কর্পোরেশন কর্তৃক পুরস্কৃত করা হবে। পুরস্কারগুলি একটি মর্যাদাপূর্ণ স্থানে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপন করা হবে। যেখানে অনেক বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে বিজয়ী ছবিগুলিও প্রদর্শন করা হবে

এই প্রতিযোগিতায় যোগদান করার শেষ তারিখঃ আগামিকাল ৮ই মার্চ ২০২৩। আগ্রহীরা নীচে দেওয়া লিঙ্কের মাধ্যমে সরাসরি অংশগ্রহন করতে পারেনঃ https://forms.gle/zL4MgZivEuz41jGN9 ।
সরাসরি যোগাযোগ করতে পারেন এই ফোন নং এবং ইমেইল এ- ৮৩৩৭০৪৪৫৮৭ / merlingreenframe@gmail.com

More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.