মধুসূদন দারিপা : বাঁকুড়া, ২৭ অক্টোবর, ২০২২। বাঁকুড়া শহরে জেলা শাসকের দপ্তর চত্বরে মাইনরিটি হলে সাড়ম্বরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো আর্ষ উৎসব ১৪২৯ অখণ্ড ও প্রবন্ধ সংখ্যা ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক সুমন গুণ, অধ্যাপক ও প্রাবন্ধিক অরবিন্দ চট্টোপাধ্যায়, কবি খগেশ্বর দাস, কবি সম্পাদক সব্যসাচী মজুমদার ও বিশিষ্ট শিল্পপতি তথা সাহিত্য প্রেমী সিদ্ধার্থ সেন ।
সেই দিনের ভারত পাকিস্তানের মারকাটারি উত্তেজনার ক্রিকেট ম্যাচ ছেড়ে বাঁকুড়া জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক মানুষ এসে সাহিত্য সমাজে আর্ষ পত্রিকার আদরণীয় গ্রহণযোগ্যতাই যেন পুনরায় প্রমাণ করে গেলেন।
উপরন্তু ৭১২ পাতার পাঁচশতাধিক কবিতা গল্প প্রবন্ধ সমন্বিত একটি ৪০০ টাকা মূল্যের সাহিত্য পত্র কিনে সংগ্রহ করলেন ঈর্ষণীয় সংখ্যার পাঠক, পত্রিকা সম্পাদক বলেন, চার দশকের পত্রিকা সম্পাদক হিসেবে শ্লাঘা এটিই ।
Be First to Comment