ইন্দ্রজিৎ আইচ : কলকাতা, ৪ অক্টোবর ২০২১। বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দেরি নেই। হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আর বাঙালীর শারদ উৎসব মানেই পুজোর গান, গত ৩ অক্টোবর সন্ধ্যায় “সোহিনী সংগীত কলাভবনের” আয়োজনে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে আকাশ মিউজিক থেকে প্রকাশিত হলো ৬ টি রবীন্দ্রসংগীতের এলবাম। সিডি গুলি হলো অন্তরা চক্রবর্তী ও প্রদীপ সাহু র “আমার পরান যাহা চায়”, শালিনী ঘোষের “নতুন আভরণে”, পিয়ালী বসুর দুটি সিডি ” মুক্তি এবং পরশমণি”, কৌস্তভ দাসের “জগৎ জুড়ে”, ও মনোনিতা পয়ড়া র “জোনাকি কী সুখে”। এই রবীন্দ্রসংগীতের সিডিগুলি উদ্বোধন করেন সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য ও আকাশ মিউজিক এবং সোহিনী সংগীতের কলা ভবনের কর্ণধার সঞ্জীব অধিকারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা চক্রবর্তী, প্রদীপ সাহু, শালিনী ঘোষ, পিয়ালী বসু, কৌস্তভ দাস, মনোনিতা পয়ড়া, সঞ্জীব অধিকারী, ডঃ শ্রীকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, অমিত দে, চিনু কাঞ্জিলাল, যুথিকা ঘোষ, চন্দনা চক্রবর্তী, গোপা দাস, সাগ্নিক চ্যাটার্জী, ছন্দা দেব, মিতালী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আবৃত্তি করেন লোপামুদ্রা সরকার।
সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত ও পারমিতা সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন সোহিনী সংগীত কলাভবন ও আকাশ মিউজিক এর কর্ণধার সঞ্জীব অধিকারী।
প্রকাশিত হলো আকাশ মিউজিকের পুজোর রবীন্দ্র সংগীতের সিডি প্রকাশ ও সোহিনী সংগীত কলাভবনের সংগীত সন্ধ্যা…..।

More from CultureMore posts in Culture »
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
- ‘পাগল তোমার জন্য যে’ টেলি ছবিতে মান্না দে স্বয়ং অভিনয় করেছিলেন…।
- দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।
- পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে দীঘা জগন্নাথধাম মহাযজ্ঞে উপস্থিত থেকে সনাতনের বিজয় ও সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিল হিন্দুমহাসভা….।
- কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন -২ ও বাংলার সেরা বাঙালীদের সম্মান প্রদানে’ সেরা বাঙালিয়ানা সম্মান’….।
More from MusicMore posts in Music »
- A.R. Rahman’s “The Wonderment Tour”….
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- ইমন চক্রবর্ত্তীর একক অনুষ্ঠান বোরোলিন তোমাকে দেখব বলে…।
- শ্রদ্ধাঞ্জলি- এই জাকির, এ হলো রাজিকা…পরিমলদা র ছাত্রী..খুব ভালো নাচে।”শুনে উনি পরিষ্কার বাংলায় বললেন, “ভারী মিষ্টি মেয়ে…তাহলে তো তোমার সঙ্গে বাজাতে হয়।”….।
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- দশরূপে দশভূজার ট্রেইলার প্রকাশ….।
Be First to Comment