গোপাল দেবনাথ : কলকাতা, ৯ ফেব্রুয়ারি, ২০২৩। স্পিনকেয়ার নাম শহর কলকাতায় জামা কাপড় সহ অন্যান্য গৃহস্থালি সামগ্রী পরিষ্কার করার এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান। যাকে আমরা বলতে পারি আধুনিক ধোবিওয়ালা।
এই সংস্থায় পায়ে দেওয়ার জুতো ও পরিষ্কারের দায়িত্ব নিয়ে থাকে। সময় নষ্ট করে স্টোরে যাওয়ার প্রয়োজন নেই এক ফোনেই কাজ হাসিল। এই স্পিনকেয়ার বাড়ি থেকে নোংরা জামা কাপড় সহ সব ধরণের কাপড়ের জিনিস সহ জুতো যত্ন সহকারে সংগ্রহ করে এবং অতি দ্রুত বাড়িতে সুন্দর ভাবে প্যাকিং করে পৌঁছে দেয়। এখানে এমনকি কিলো দরে পর্দা জুতো সহ বিছানার চাদর ও পরিষ্কার করার ব্যবস্থা আছে।
গত ৮ ফেব্রুয়ারি বুধবার সল্টলেকের জি ডি মার্কের সামনে নতুন স্টোরের উদ্বোধন হলো। মুখ্য অতিথি হিসেবে উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন চিফ আর্কিটেক্ট, লেখক ও সংগীতশিল্পী শ্রী প্রসাদ রঞ্জন দাস। ইতিমধ্যে স্পিনকেয়ার এর আর একটি শাখা আছে বাঙ্গুর এভিনিউ তে। এখানে শার্ট, টি শার্ট, ট্রাউজার, জিন্স প্যান্ট, শর্টস, ব্লেজার, টু পিস স্যুট, থ্রী পিস স্যুট, শাড়ি, কামিজ, কুর্তা, দুপাট্টা লেহেঙ্গা সহ আরও বহু কিছু। দাম সাধ্যের মধ্যে বলেই তাদের দাবি।
প্রথম অর্ডারে বিলের উপর ২০%শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে কতৃপক্ষ। দক্ষিণ কলকাতায় স্পিনকেয়ার এর ফ্যাক্টরিতে দেশি এবং বিদেশি কেমিক্যাল ব্যবহার করে পুরানো জামা কাপড় নতুন রূপে কাস্টমার এর হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করে বলে জানালেন সংস্থার এক আধিকারিক। নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার কর্ণধার বলেন সাধারণ মানুষের কথা ভেবে আগামীদিনে এই ধরণের স্টোর আরও খোলা হবে।
Be First to Comment