নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ এপ্রিল, ২০২৪। ‘পুরুষ পার্বন’ – ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন শীঘ্রই পুরুষ মানুষের জন্য প্রকাশিত হবে।
‘অল বেঙ্গল মেন’স ফোরাম’ বাংলা ভাষায় পুরুষ ও ছেলেদের জন্য তাদের প্রথম লাইফস্টাইল ম্যাগাজিন ‘পুরুষ পার্বন’-এর প্রচ্ছদ প্রকাশ করল বিশিষ্টজন।
বৃহস্পতিবার ৩ এপ্রিল বিকেলে কলকাতা প্রেস ক্লাবে বিপুল উৎসাহের সাথে এই আইকনিক প্রচ্ছদ পৃষ্ঠাটি উন্মোচন করতে ABMF সদস্যদের সাথে উপস্থিত হয়েছিলেন প্রতিষ্ঠাতা MRA নন্দিনী ভট্টাচার্য। ‘পুরুষ পার্বন’-এর প্রথম সংখ্যা ‘বৈশাখ’ মাসে প্রকাশিত হবে।এই ম্যাগাজিনে ফ্যাশন, খেলাধুলা, ক্যারিয়ার, স্বাস্থ্য, ব্যবসা, বিনিয়োগ, গ্যাজেট, অটোমোবাইল, আইন, রান্না ও খাওয়া, ভ্রমণ, চলচ্চিত্র এবং পুরুষ ও ছেলেদের জন্য বিভিন্ন আগ্রহের বিষয়বস্তু থাকবে।
২০১৮ সালে প্রতিষ্ঠিত ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’ মূলত ছেলে, পুরুষ এবং তাদের পরিবারের কল্যাণের জন্য কাজ করে এবং তারা পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা প্রচার করে।
Be First to Comment