নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ মে ২০২৪। তীব্র দাবদাহের আবহে পুরুলিয়ায় দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিল রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি, স্মরণ ও ডোনেটো এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট।
পুরুলিয়ার দাড়িয়াকাটা সংলগ্ন এলাকায় শতাধিক দুস্থ বৃদ্ধ মহিলার হাতে তুলে দেওয়া হল গামছা, জলের বোতল, ছাতা, খাবার, ওআরএস সহ নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী। এছাড়া পড়াশোনার জন্য শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা, পেন ও পেন্সিল।
সংগঠনগুলির এই উদ্যোগে স্পষ্ট হল সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের দায়বদ্ধতা এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের সাহায্যের জন্য তাদের এই পদক্ষেপ প্রশংসনীয়।
Be First to Comment