গোপাল দেবনাথ : পুরী, ৯জুলাই, ২০২৫। পুরীতে এই বছর প্রায় ১৫ লক্ষ ভক্তগণ রথযাত্রা প্রত্যক্ষ করলেন।অবশেষে প্রভু জগন্নাথদেবের রথযাত্রা পর্ব শেষ হল। ভক্তরা প্রভুর আশীর্বাদ নিয়ে যে যার মতো বাসস্থানে ফিরে গেলেন। প্রভু চার মাসের জন্য বিশ্রামে গেলেন। পুরীতে রথযাত্রা উল্টোরথ বা পুনর্যাত্রা নিয়ে নতুন করে লেখার কিছু নেই। সারা বিশ্বের যেখানেই রথযাত্রা হোক না কেন পুরীর জগন্নাথদেবের রথযাত্রার কাছে অন্য জায়গার রথযাত্রার তুলনা চলে না। তিন বছর ধরে উল্টোরথ বহুরাযাত্রায় হাজির থেকে প্রত্যক্ষ করেছি নানা ধর্মের মানুষের মনে প্রভু জগন্নাথদেবের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস অপরিসীম। পুরুষ মহিলা নির্বিশেষে ভক্তদের মধ্যে রথ টানা এবং রথের দড়ি একবার ছুঁয়ে দেখার জন্য মানুষের মধ্যে যে উন্মাদনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
বিশেষ নানা প্রান্তের মানুষ এই সময় পুরীতে হাজির হয়ে ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষ প্রভু জগন্নাথদেব দাদা বলভদ্রদেব এবং বোন শুভদ্রাদেবীর রথ টানার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন। শনিবার রথযাত্রা পর্ব শেষ হওয়ার পর ও অনুষ্ঠান পর্ব শেষ হয়নি। রবিবার দুপুর থেকেই তিন দেবদেবীকে মন্দিরের পুরোহিতগণ দেবদেবীদের সোনার অলংকার দিয়ে সাজিয়ে তোলেন।
জগন্নাথদেবের সোনা বেশ দেখার জন্য কয়েক লক্ষ মানুষ যে ভাবে গ্র্যান্ড রোডে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন প্রভুকে একবার দর্শন করার জন্য। এই প্রতিবেদক জনসমুদ্রের মধ্য দিয়ে গিয়ে সোনা বেশ দর্শন করলেন। এত মানুষের ভিড়ের মধ্যেও প্রভুজগন্নাথদেব দাদা বলভদ্রদেব ও বোন শুভদ্রাদেবী কে যে ভাবে স্বর্ণালংকার দিয়ে সাজানো হয়েছে যা এক কথায় অনবদ্য। ভক্তগণ এই স্বর্গীয় দৃশ্য দেখে আপ্লুত।
সন্ধ্যেবেলায় বৃষ্টির মধ্যে যে ভাবে ভক্তরা ধৈর্য্য ধরে রাস্তার উপর ছাতা ও খালি মাথায় ভিজে গিয়ে রথের সামনে থেকে প্রভুর দর্শন করলেন এবং ভগবানের প্রতি যে আস্থা প্রদর্শন করলেন এই দৃশ্য মনে দাগ কেটেছে। দেখতে পাচ্ছি প্রতি বছর ভক্তদের ভিড়ের পরিমান বেড়েই চলেছে। রথের দিন কয়েকশো মানুষ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেও বহুরা যাত্রা এবং জগন্নাথদেবের সোনা বেশের দিন পুলিশ প্রশাসন কড়া হাতে ভক্তদের এবং সার্বিকভাবে সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করলেন।
পুরীতে জগন্নাথদেবের সোনা বেশ প্রত্যক্ষ করার জন্য জনজোয়ার….।।

More from CultureMore posts in Culture »
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।
- When Little Hands Create Big Hope: St. Joan’s Students Celebrate Christmas Through Music, Art, Service, and the Joy of Giving…..
- ‘কীর্তন: দ্য হেরিটেজ অব বেঙ্গল’-এর বিশেষ প্রদর্শনী ও লাইভ কনসার্ট কলকাতায়…।
- শ্রীচৈতন্য সময়কালীন প্রাচীন পুস্তক নিয়ে গৌড়ীয় মিশনে চালু ডিজিটাল লাইব্রেরি….
- উত্তম মঞ্চে বাঙালি চেতনার প্রতিফলন ঘটাতে সঙ্গীত সন্ধ্যা….।
- আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে ‘পার্পেল ফেয়ার’ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজে…।
More from InternationalMore posts in International »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সাফ ক্লাব কাপ খেতাব জয়ী লাল হলুদ মেয়েদের সম্বর্ধনা…..।
- বি এস ইউ প্রয়াস মক টেস্ট এর উদ্যোগে দ্বিতীয় মক টেস্ট শুরু হল….।
- মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া-তে অত্যাধুনিক মাস্কিউলোস্কেলেটাল (MSK) রেডিওলজি ক্লিনিকের সূচনা….।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- হরিপাল মেলা উদ্বোধন হল ‘বন্দেমাতরম’ মঞ্চে…।











Be First to Comment