সঙ্গীতা চৌধুরী: কলকাতা, ২২ ডিসেম্বর ২০২১।
১৯৫১ সালের পুরনো মরিস মাইনর গাড়িকে নতুন রূপ দিলেন সুব্রত সরকার। মরিস মাইনর হল তৎকালীন সময়ের একটি ব্রিটিশ ইকোনমিক ফ্যামিলি কার। এই গাড়িটি প্রথম লঞ্চ হয়েছিল ২০ই সেপ্টেম্বর ১৯৪৮ সালে। গাড়ির ডিজাইনার ছিলেন অ্যালেক ইসিগোনিস। গাড়ির এই মডেল ১৯৪৮ থেকে ১৯৭২ -এর মধ্যে প্রায় ১.৬ মিলিয়ানের ও বেশি তৈরি হয়েছিল। গাড়ির বাজারে খুবই চাহিদাসম্পন্ন ছিল মরিস মাইনর।
সম্প্রতি সেই ঐতিহ্যবাহী একটি গাড়িকেই সুব্রত সরকার নবরূপে সজ্জিত করে বিভিন্ন কার শো ও প্রতিযোগিতায় হাজির করতে চলেছেন। তারজন্য নিয়মিত মহড়া চলছে। আগামী জানুয়ারি মাসেই সেই মরিস মাইনার দর্শকদের সামনে হাজির হবে। সব গাড়িপ্রেমীদের নজর যখন বাজারে আসা নতুন মডেলের গাড়ির দিকে, তখন একদল শৌখিন মানুষ কিন্তু এখনও সেই ঐতিহ্যবাহী গাড়ির দিকেই ঝুঁকছেন। তাই পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধন ঘটানোর জন্য তাদের সকলকেই কুর্নিশ জানানো হচ্ছে।
মরিস মাইনার গাড়িটি প্রসঙ্গে সুব্রত সরকার জানালেন, গাড়িটি খুবই খারাপ অবস্থায় পরিত্যক্ত ছিল। আমি সেখান থেকে তুলে এনে গাড়িটিকে এমন ভোলবদল করিয়েছে তাতে যে কেউ তাকে শো – রুমের নতুন গাড়ি ভেবে ভুল করবে। গাড়িটির জন্মলগ্নের সময়কার বড় বড় গাড়ির পাশে মরিস মাইনার ছিল নিতান্তই ছোট আকারের একটি গাড়ি। আকৃতি ছোট হলেও বহু মানুষের পছন্দের গাড়ি ছিল মরিস মাইনার। তাই মাত্র ৯১৮ সিসি – র এই গাড়িটি ও আশা করছি দর্শকদের মন জয় করবে।”
Be First to Comment