পরম দাস / মতিলাল পটুয়া
মানুষে অবহেলা , জগতের ভুল খেলা
চলছে যখন তখন,
সুখের সাগরে ভাসো, শুধু মনে রেখো
শিয়রে দাঁড়িয়ে শমন।
হবে কি হবে না, তুচ্ছ যে সব ভাবনা
যেন টুটি চেপে ধরবে,
সুখ স্বপ্ন গুলো, অন্তরে যা ছিল
অচিরেই কেঁদে মরবে।
আমরা তার দাস, বড়ই বিন্দাস
বেঁচে আছি নির্ভর করে ,
পুতুল নাচের মতো, সৃষ্টির ঘুড়ির সুতো
তিনিই রয়েছেন ধরে।
মায়ার বাঁধন বলে, মজে থাকি ঘোরে ভুলে যায় সেসব কথা,
নানান দুঃখ দিয়ে, তিনিই স্মরণ করান
তবু নেই মাথা ব্যথা।
যেদিন বোধ হবে, সূর্য অস্ত যাবে
ফিরবে না ঠুকলেও মাথা,
শোক তাপ যন্ত্রনা সহে, দিন যাবে বয়ে
বরষায় মিলবে না ছাতা।
তবুও দুঃখ নাই, তিনি আছেন সহায়
তিনি যে অনাথের নাথ,
তাঁরই ভরসা রেখে, চলার শেষ পথে
তিনিই আমাদের পরম দাস।
অসাধারণ একটা কবিতা,