জয়দেব দেবনাথ : কলকাতা, ১৮ জুন ২০২৩। শুরুর দিন থেকেই পশ্চিম পুটিয়ারী ক্লাব ব্রতী হয়েছে সমাজের নানান সেবামূলক কাজে । আজ রবিবার ১৮ জুন সেই সেবামূলক কাজেরই অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির । সমাজের নানান স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত হয়ে ছিলেন চিত্র পরিচালক রাজা সেন ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের নানান জেলার স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা । তাদের উপস্থিতি এবং স্বেচ্ছায় রক্তদান আজকের অনুষ্ঠানকে স্মরণীয় করেছে। এলাকাবাসী সহকারে দূরদূরান্ত থেকে মানুষ উপস্থিত হয়েছিলেন স্বেচ্ছায় রক্তদানে এবং চক্ষু পরীক্ষার জন্যে । সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন একাধারে অভিনেত্রী তথা বাচিক শিল্পী সর্বাণী চ্যাটার্জি । তার সঞ্চালনা এবং অনুষ্ঠান পরিচালনায় সমস্ত অনুষ্ঠানটি পেয়েছে পূর্ণতা ।
Be First to Comment