বিশেষ প্রতিনিধি : কলকাতা, ৫ সেপ্টেম্বর ২০২২। উৎসবের মরশুমে পুজোর ভিড়ের কথা অনুমান করে কলকাতার বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের আবেদনকারীদের কাছে দ্রুত নিজেদের ভিসার আবেদন জমা দেওয়ার অনুরোধ করছে, যাতে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।
আবেদনকারীরা শুধুমাত্র ২০০০/- টাকা দিয়ে পঞ্চাশ শতাংশ ছাড়ে প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা পেতে পারেন। এর মধ্যে রয়েছে ফর্ম পূরণ, ছবি, নথির ফটোকপি/প্রিন্টিং, পাসপোর্ট কুরিয়ার, সহ যাবতীয় সুবিধা, এবং অপেক্ষা করতে চান না এমন আবেদনকারীদের জন্য একটি ব্যক্তিগত লাউঞ্জ অ্যাক্সেস।
এই ভিসা আবেদন কেন্দ্র আবেদকের বাড়ি, অফিস বা যে কোনো নির্দিষ্ট স্থানে বসেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ পরিষেবা চালু করেছে। এছাড়াও ভিসা আবেদন কেন্দ্রের কর্মীরা ব্যক্তিগতভাবে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং সমস্ত ফরমালিটি সম্পন্ন করার পর তাদের পাসপোর্ট কুরিয়ার করবেন।
এখানে তাদের সুবিধার জন্য থাকছে ১২টি ডেডিকেটেড ফর্ম ফিলিং ডেস্ক এবং ১০টি এক্সক্লুসিভ আবেদন জমা দেওয়ার কাউন্টার। এই পরিষেবা সকাল ৯ থেকে বিকাল ৩ টে অবধি চালু থাকবে। আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীদের ফোন এবং ইমেলে একাধিক স্ট্যাটাস আপডেট পাঠানো হবে। পাসপোর্ট রেডি হলে তাদের কল করা হবে। এখানে উল্লেখ্য যে আবেদনকারীরা শিলিগুড়ি অফিস থেকেও ভিসার জন্য আবেদন করতে পারে। শিলিগুড়িতে কেন্দ্রটি ইন্টারন্যাশনাল মার্কেটে সেভক রোডের ৩০ এবং ৩১ নম্বর স্টলে অবস্থিত।
এই নতুন ভিসা আবেদন কেন্দ্র অত্যন্ত উন্নত পরিকাঠমো নিয়ে আবেদকদের দ্রুত গতিতে পরিষেবা দিয়ে চলেছে। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় এই নতুন পাসপোর্ট পরিষেবা সকলের প্রশংসা আদায় করে নিয়েছে। বর্তমানে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস যেটি কলকাতায় সবচেয়ে বেশি সংখ্যক ভিসা আবেদন গ্রহণ করে, সেক্টর ফাইভের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে আউটসোর্সিং করছে তাদের ভিসা প্রসেসিং এর সুবিধার জন্য। এরই সাথে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শেনজেন দেশগুলির সঙ্গে একই সারিতে যুক্ত হলো যারা এমন আউটসোর্সিং করে ভিসা প্রসেসিং এর জন্য।
পুজোর ভিড় এড়াতে এবার আগে থেকেই ভিসার আবেদন করুন, বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের বিশেষ আবেদন…..।
More from BusinessMore posts in Business »
- IDBI Bank Announces Launch of IDBI Chiranjeevi-Super Senior Citizen FD…..
- Arya Vaidya Pharmacy Expands Product Portfolio, Strengthening Its Commitment to Holistic Health and Sustainability….
- AMFI-WB in association with M2i, Equifax, MFIN & Sa-Dhan organized the 9th Eastern India Microfinance Summit 2025 in Kolkata….
- শাওমি ইন্ডিয়া প্রকাশ আনলো করল রেডমি 14C 5G একই সঙ্গে রেডমি নোট 14 5G সিরিজের বিক্রির ক্ষেত্রে ₹1000 কোটির মাইলফলক উদযাপন করা হল….।
- GKB Opticals Unveils Season 4 of “The Wedding Edit” – A Luxe Eyewear Trunk Show for the Indian Wedding Season….
- PRAMA Shines with Indigenous Video Security Products and Innovative Vertical Solutions at IFSEC India, gets great response….
More from InternationalMore posts in International »
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- আড়িয়াদহ- দক্ষিণেশ্বর- কামারহাটি পৌর অঞ্চলের ইতিবৃত্ত নিয়ে পুস্তক প্রকাশ….।
- ইআইআইএলএম – কলকাতা চালু করলো ‘এমবিএ ক্লাউড ইআরপি উইথ এসএপি’, পূর্ব ভারতে প্রথমবার….।
- শাওমি ইন্ডিয়া প্রকাশ আনলো করল রেডমি 14C 5G একই সঙ্গে রেডমি নোট 14 5G সিরিজের বিক্রির ক্ষেত্রে ₹1000 কোটির মাইলফলক উদযাপন করা হল….।
- শিশুদের সাথে নতুন বছরের আনন্দে মেতে উঠলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্স….।
More from TravelMore posts in Travel »
- ভারতের শেষ প্রান্ত ধনুশকোটি….।
- Murshidabad Heritage Festival 2025: A Celebration of Culture, History, and Splendor….
- Experience blissful Durga Puja holidays at the serene ambience of Ibiza The Fern Resort & Spa, Kolkata….
- এবার আজারবাইজানে পর্বতাভিযান….।
- পৃথিবীর যেকোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি মাটির আগ্নেয়গিরির জন্য আজারবাইজান পরিচিত। বিশ্বের ৭০০টি মাটির আগ্নেয়গিরির মধ্যে ৩৫০টি আজারবাইজান প্রজাতন্ত্রে অবস্থিত….।
- Launch of Bangladesh Visa Application Centres in Guwahati, Silchar, and Bongaigaon…..
Be First to Comment