গোপাল দেবনাথ – আজ পি. সি. চন্দ্র গ্রুপ ১লা অক্টোবরের বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে পি. সি. চন্দ্র গার্ডেনের টিউলিপ হলে চতুর্থ প্রবীণ দিবস মহা সমারোহে পালন করলো। সল্টলেকের বিভিন্ন ব্লক থেকে ১৫০জন প্রবীণ উৎসাহি মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। সংস্থার পক্ষ থেকে এই সমস্ত বিশিষ্ট মানুষদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এই সকল মানুষের বয়স সংখ্যায় বাড়লেও মনের বয়স সত্যিই নবীন! এই কারণেই এই অনুষ্ঠানের নাম “চিরনবীন” স্বাগত ভাষণ দেন পি.সি. চন্দ্র গ্রূপের কর্ণধার শ্রী অরুন কুমার চন্দ্র। উপস্থিত ভদ্রলোক ও ভদ্রমহিলা দের সুস্থ ও আরো ভালো ভাবে বেঁচে থাকার জন্য শুভ কামনা করেন। ডাক্তার অমিতাভ সাহা সুস্থ ভাবে বেঁচে থাকার পরামর্শ দেন। সকল প্রবীণ মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষার ব্যাবস্থা করা হয়। সব শেষে মনমাতানো সংগীত পরিবেশন করেন মানোময় ভট্টাচার্য। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশীষ বসু। সব শেষ উপস্থিত চিরনবীন দের হাতে ডাবের খোলের মধ্যে ফুল গাছের চারা উপহার হিসেবে তুলে দিলেন পি.সি.চন্দ্র গ্রুপ।
পি.সি.চন্দ্র গার্ডেনে চিরনবীন
More from GeneralMore posts in General »
- Desun Hospital Observes World Cancer Day 2025 with Music Therapy and Awareness Initiatives…
- টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা হলো..।
- কলকাতায় ভারত সেবাশ্রম সঙ্ঘে সরস্বতী পুজো…।
- বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল….।
- TV9 বাংলার নিউজ সিরিজ ‘দিল্লি কা লাড্ডু’….।
- আগামীকাল রবিবার ঢাকুরিয়া লেক CRC-তে ভিন্টেজ কার র্যালি, পতাকা উড়িয়ে সূচনা করবেন মদন মিত্র….।
Be First to Comment