সায়ন দেবনাথ : কলকাতা, ৩, নভেম্বর, ২০২০। আশ্বিনের প্রারম্ভিক আগে একদল উদ্যমী তরুণীদের সঙ্গে নিয়ে পায়েল পাল এর উদ্যোগে দেবীসম্মান প্রদান অনুষ্ঠান করলেন নতুন ভাবে। উদ্ভাবনী ভাবনা নিয়ে ক্যালেন্ডার ও ব্যানার এর শ্যুটিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছিল বাংলার উৎসব ও সাংস্কৃতিকে। এই নতুন ধারার কর্মকান্ডে সমানভাবে অংশ নিয়েছেন সমাজের তৃতীয় লিঙ্গের মানুষরা।

আর আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন মেন্টর দেবযানী ভট্টাচার্য, ইন্দ্রানী গাঙ্গুলী, অজন্তা চাকলাদার ও রাজশেখর বণিক। সমগ্র অনুষ্ঠানটিতে যিনি সাবলীল ভাবে রাশ ধরে ছিলেন তিনি টলিউড অভিনেত্রী দেবিকা মুখার্জি।

এছাড়াও এই বিশেষ শ্যুটে ক্যামেরা ও পরিচালনা করেছিলেন সোহম মুখার্জি। মেকআপে ছিলেন রোমি সেনগুপ্ত। হেয়ার ড্রেসার ছিলেন অসীমা দাস। সমগ্ৰ বিষয়টি যার মস্তিষ্ক প্রসূত তিনি হলেন পায়েল পাল। বাংলার ঐতিহ্যবাহী উৎসব ও সাংস্কৃতিকে এক ধাপ এগিয়ে দেওয়ার প্রয়াসকে টলিউডের বহু কলাকুশলী কুর্নিশ জানিয়েছেন।

Be First to Comment