অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।
যত গভীরে যেতে মন চাইবে, ততো বেশি, আরো, আরো ইচ্ছে করবে আরো গভীরে যেতে!
অনুভূতির আশ্রয়ে সমর্পণ। এ যেন অদ্ভুত এক ধরনের নেশা!
বোধ প্রখর হবে চড়া রোদ্দুরের মত। গলা, পচা, পোকায় খাওয়া ধ্যান ধারণা ঝলসে পুড়ে ছাই হয়ে যাবে।
মানুষ আর পশু জীবনের পার্থক্য, ঈশ্বরের আশীর্বাদ মানুষের অনুভব, তার বেছে নেয়ার ক্ষমতা, তার ব্যাপ্তি ও উত্তোরণের সম্ভাবনা, চোখের সামনে ভেসে উঠবে।
পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু।
শুধু থেকে যাবে যা থাকার কথা। হালকা দেহ মন মস্তিষ্ক নিয়ে শুরু হবে যাত্রা। নিম্ন মেধা যাচাই করার ছলে বাধা দেবে, পায়ের কাঁটা হতেও দ্বিধা করবে না।
তবু তারা তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলার মত যুক্তি খুঁজে পাবে না।
সময় বয়ে যায় রাংতা মোড়া জীবন নিয়ে। সময় এখনো একটু আছে।
দেখা যাক, এই অল্প সময় নিয়ে আগামী প্রজন্মের নির্বাচন।
Be First to Comment