বিশেষ প্রতিনিধি : কলকাতা, ১ অক্টোবর ২০২৩। পার্ক সার্কাস অঞ্চলের অন্যতম প্রাচীন দুর্গাপুজো হলো খেয়ালী সংঘের পূজো । আজ সেই পুজো খাম-খেয়ালী বা নিয়ম – ভঙ্গ ধারায় এই বছর উদযাপন করতে চলেছে শারদ উৎসব ১৪৩০। আজ রবিবার পিতৃপক্ষের দ্বিতীয় দিন, যে পক্ষে কোনো শুভ কাজ বা পুজো হয় না সেই পক্ষে ই আজ খুঁটি পুজোর আয়োজন করেছিল খেয়ালী সংঘ এর সভ্যরা । ওঁদের বিশ্বাস দেবী দুর্গা দুর্গতির নাশ করেন তাই যে কোনো অবস্থায় যে কোনো ক্ষণে দেবীর আবাহন এর শুভ সূচনা করা যেতে পারে। তাই আজ খুঁটি পুজোর মাধ্যমে শারদ উৎসব এর সূচনা করছে খেয়ালী সংঘ পার্ক সার্কাস।
এই আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাব এর সভাপতি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় , সাধারণ সম্পাদক শুভজিৎ মুখোপাধ্যায়, কোষাধ্যক্ষ শ্রী আমিত দত্ত। অতিথি হিসেবে ছিলেন শ্রী দিলীপ বোস (৬৯ নং ওয়ার্ড এর পুরপিতা) , শ্রী অসীম বোস (কাউন্সিলর ৭০ নং ওয়ার্ড) , কড়েয়া থানার অফিসার ইনচার্জ শ্রী স্বরূপ পাহাড়ি সহ বিশিষ্টজন। বিশিষ্টজনের উপস্থিতিতে খুঁটি পুজো সুসম্পন্ন হলো বৃষ্টি উপেক্ষা করেও। এবারের পুজোয় আরো কি খাম খেয়ালী চমক আছে তার অপেক্ষায় থাকবেন দর্শনার্থীরা। মা স্বপরিবারে আসছেন অপেক্ষার আর মাত্র ১৯ দিন।
Be First to Comment