সৃঞ্চিনী পোদ্দার : উ: দমদম: ২১ জুন ২০২২। কথাতেই আছে রক্তদান মহৎ দান। রক্তদান জীবন দান এস করি রক্তদান বেঁচে উঠুক একটি প্রাণ । সারাবছরই ব্লাড ব্যাংকের বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা দেয়, রক্তের চাহিদা কিছুটা মেটাতে বিভিন্ন ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের উদ্যোগে অনুষ্ঠিত করে স্বেচ্ছায় রক্তদান শিবির, তেমনি আজকে ১১০ দমদম উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক রক্তদান শিবির কর্মসূচির। রবীন্দ্র নগরে নেতাজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির সামনে সম্পন্ন এইদিন এর এই কর্মসূচি।
সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় উত্তর দমদম পৌরসভার অন্তর্গত রবীন্দ্র নগর এলাকায় আড়ম্বর ভাবে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের এই অনুষ্ঠান। উত্তর দমদম পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুজয় দাসের তত্ত্বাবধানে চলে এইদিনের এই অনুষ্ঠান। এইদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরা ।মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতা সেচ্ছায় এইদিনের এই রক্তদান শিবিরে যোগদান করেন।
Be First to Comment