Press "Enter" to skip to content

পড়ুয়াদের জন্য নতুন স্কিম আনল এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২ মার্চ ২০২৩। পড়ুয়াদের জন্য ই স্কুটার কেনার জন্য নতুন স্কিম আনল ‘এনএক্সটি মোবিলিটি এনার্জি প্রাইভেট লিমিটেড’।

নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে এস কে সিনহা সাংবাদিকদের বলেন, “যে কোনো পড়ুয়া চাইলেই মাত্র ৬১০০০/-  টাকায় ই স্কুটার কিনতে পারেন।”

২ মার্চ বৃহস্পতিবার নিউ আলিপুরের ৩৪ নম্বর দুর্গাপুর কলোনী-তে ‘নীহারিকা এন্টারপ্রাইজ’-এর নতুন বিক্রয়কেন্দ্রের শুভ উদ্বোধন করতে এসে এস কে সিনহা জানান, “এল ই ডি এসিড বা লিথিয়াম ব্যাটারির উপর ই স্কুটারের দাম বাড়ে বা কমে।

এন এক্স টি-র ধীর গতি সম্পন্ন (৯০ কিমি/ঘণ্টা) ই স্কুটারের ‘উইনার’, ‘গ্রেস’ ও ‘প্রিন্স’ নামের পৃথক তিনটে মডেল আছে। অপরদিকে এন এক্স টি এনেছে নতুন উচ্চ গতিসম্পন্ন (১২০ কিমি/ঘণ্টা) ই স্কুটার।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীহারিকা এন্টারপ্রাইজ-এর কর্ণধার শিবনাথ মুখার্জি জানান, “ই স্কুটারগুলোর দাম নূন্যতম ৫০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,৫০,০০০ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।” আমাদের বিশ্বাস পড়ুয়া সহ সকল শ্রেণীর সাধারন মানুষের আমাদের এই ই স্কুটার পছন্দ হবে।

More from InternationalMore posts in International »
More from TechnologyMore posts in Technology »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *