শতভিষা দত্ত, কলকাতা, ১৬ ফেব্রুয়ারি, ২০২২। কেন্দ্রীয় সরকারের খেতাব ফিরিয়ে দিয়েও গীতশ্রী চলে গেলেন ঘুমের দেশে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হল শেষকৃত্যের অনুষ্ঠান। কেওড়াতলা মহাশশ্মানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতিতেই। তাঁর মরদেহ নিয়ে শোভাযাত্রা বেড় হয় রাজপথে। রবীন্দ্র সদন থেকে ঐ পদযাত্রায় শামিল হয়েছেন সন্ধ্যা অনুরাগী ও গুণমুগ্ধরা। সঙ্গীতশিল্পী থেকে শুরু করে খেলোয়াড়, সংস্কৃতি জগতের প্রতিষ্ঠিতরাও।
এই পদযাত্রায় রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা যেমন ছিলেন তেমনি পড়ুয়াদের ও চোখে পড়ে। শেষ বিদায় জানাতে সর্বস্তরের মানুষ রাস্তার দু’ধারে হাজির হয়েছিলেন। আজ সকালে পিস ওয়ার্ল্ড থেকে তাঁর মরদেহ নিয়ে রবীন্দ্র সদনে আনা হয়। রাজ্য সরকারের তরফে প্রিয় সঙ্গীতশিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এই আয়োজন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ও সাত সকালেই হাজির হন রবীন্দ্র সদন চত্বরে। নেপথ্যে বেজেই চলেছে শিল্পীর নিজস্ব গায়কীতে সুরের মূর্ছনা। – ‘কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে’- সঙ্গীত প্রেমীরা তাঁকে শেষবেলার মতো পুষ্পার্ঘ নিবেদন করেছেন দলে দলে।
রাজ্য সঙ্গীত আকাদেমি ঘুরে শকটে দেহ পৌঁছে যায় রবীন্দ্র সদনে। আবহে সন্ধ্যাতারার নানান স্মৃতি। মন্ত্রী, আমলা, পুলিশে ছয় লাপ নন্দন চত্বর। একে একে সকলেই মাল্যদান করছেন। স্বর্ণযুগের গানে মুখরিত কেওড়াতলা মহাশশ্মান।
Be First to Comment