Press "Enter" to skip to content

কৃষ্ণনগরে নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব…..।

Spread the love

বিশেষ প্রতিনিধি : কৃষ্ণনগর : ১২ মে ২০২২। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরিতে সম্প্রতি হয়ে গেলো কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমির বার্ষিক উৎসব। শহর জুড়ে তার প্রস্তুতি ছিল তুঙ্গে। উক্ত অনুষ্ঠানের জন্যে ‘কৃষ্ণনগর নূপুর ডান্স অ্যাকাডেমি’ ও ‘উড়ান’ মানুষের কাছে আবেদন করেছিলো যাতে শহরের একটা বড় উৎসব হিসেবে তুলে ধরা যায়। এই উৎসবের জন্যে হাজির হয়েছিলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার কুমার শর্মা এবং তার টিম ‘কত্থক রকার্স’ । তাদের উপস্থাপনা ছিল “ত্রিনাদ”, যা এর আগে দেশের বাইরে অনুষ্ঠিত হলেও দেশে এই প্রথম।
কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠ কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে ওঠে নির্দিষ্ট দিনে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চ থেকে আয়োজকদের পক্ষ থেকে কুমার শর্মা জি কে বরণ করে নেন ইন্ট্রোলিঙ্ক-এর কর্ণধার শ্রী তন্ময় সাহা। নূপুর ডান্স অ্যাকাডেমির একাধিক ছাত্র ছাত্রীরা শুরুতেই করেন নৃত্য পরিবেশন, নৃত্য এবং গানের মধ্য দিয়ে উঠে আসে ধর্ষণের বিরুদ্ধে স্বর। এরপর শুরু হয় কাঙ্খিত সেই “ত্রিনাদ”। নাচ, গান, তাল মিলিয়ে সে এক অদ্ভূত আবেশ মেতে ওঠেন দর্শকরা। ‘কত্থক রকার্স’ বুঝিয়ে দেয় বিদেশের মাটিতে তাঁরা যেমন জমিয়ে এসেছেন, দেশের মাটিতেও তার অন্যথা হবে না। শব্দ, আলোর এক মায়াবী পরিবেশে মোহিত হয়ে ওঠেন দর্শকাসনে বসা প্রতিটি মানুষ। এক দর্শকের কথায়, “যারা আসতে পারেননি এই অনুষ্ঠানে তাঁরা বুঝতেও পারলেন না কত বড় একটা ইতিহাস মিস করে গেলেন তাঁরা। “ধর্ষণের উপর তৈরি হওয়া কাজটি দেখে, দর্শক হিসেবে আসা এক ডাক্তার বাবুর কথায়, “আমার দুই মেয়ে আছে, ‘বেনাকাব’ প্রযোজনা টি দেখার পর মুখ লুকিয়ে আমি হাউ হাউ করে কেঁদে ফেলেছি। এই সময়ে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক কাজ হয়েছে এটি।”


আয়োজক সংস্থার পক্ষ থেকে গোপা মুখার্জি বলেন, “দীর্ঘ দিন অপেক্ষা করে তারপর উৎসবটি সম্পন্ন করা গেলো । নূপুর এর এই পার্বন পুরো শহরের উৎসব হয়ে উঠবে সেই কামনা করেছিলাম, এবং সবাই কে আহবান করেছিলাম। মানুষ যে এইভাবে এইরকম অভাবনীয় সাড়া দেবেন আমি কল্পনাও পারি নি। আগামী দিনে শহরের তথা জেলার জন্যে আরো কিছু ভালো ভালো কাজ উপহারের পরিকল্পনা করছি আমরা। ” আশাকরি আগামীদিনে ও  দর্শকদের সমর্থন পাবো।

More from CultureMore posts in Culture »
More from EntertainmentMore posts in Entertainment »
More from MusicMore posts in Music »
More from Theater/DramaMore posts in Theater/Drama »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.