
গোপাল দেবনাথ : কলকাতা, ১৩ আগস্ট, ২০২৩। বইয়ের আতুর ঘর বলতে এক কথায় বোঝায় কলেজ স্ট্রিটের বই পাড়া। আর বই পাড়ার বিখ্যাত কফি হাউস। তার সাথে জড়িয়ে আছে লম্বা চওড়া ইতিহাস। কলকাতা কলেজ স্ট্রিট কফি হাউসের বইচিত্র সভাঘরে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়ে গেলো শ্বেতা শুভ্রা জানা’র সম্পাদনায় বিশিষ্ট লেখক ও সমাজসেবক নীল সেনগুপ্ত’র অনবদ্য গ্রন্থ “হৃদয়পুরের পথিক”। রংতুলি প্রকাশনের কর্ণধার স্বপ্নময়ের স্বপ্ন আজ সাহিত্যের মহাসাগরে সূচনা মাত্র। উদ্বোধনের মূহুর্তে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিদের মধ্যে প্রবীণ অভিনেতা এবং সাহিত্যিক মহাশ্বেতা দেবীর মানস পুত্র বীরু ব্যানার্জী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালক বংশীবদন চট্টোপাধ্যায়, সুপার মডেল ও মুম্বাই গ্ল্যাডরাগস্ খ্যাতনামা অর্চিতা সেন, কবি উদিতা সেন সহ বিশিষ্টজন।














Be First to Comment