মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২২। দূষণময় পৃথিবীতে বাঁচতে গেলে অবশ্যই দরকার গাছ। গাছের কোন বিকল্প নেই। তাই খুদে পড়ুয়াদের শিশুমনে সবুজময় পৃথিবী গড়ার বার্তা দিতে গত ২৬ সেপ্টেম্বর সোমবার মধ্যকলকাতার শিয়ালদহ সংলগ্ন টাকী হাউস গভর্মেন্ট স্পনসর্ড গার্লস প্রাথমিক স্কুলের বাগানে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সচেতনতা মূলক প্রদর্শনী। হরেকরকম প্ল্যাকার্ড – প্রজেক্ট করে এনেছিল স্কুলের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পড়ুয়ারা। স্কুলের বাগানে শিক্ষিকারা প্রতিটি প্ল্যাকার্ড – প্রজেক্টের বিস্তারিত অর্থ তুলে ধরেন বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের কাছে। এ যেন ‘প্রকৃতির মাঝে বিজ্ঞান’, যে বিজ্ঞান নির্মলতার যথার্থতা ব্যক্ত করে প্রত্যেকের কাছে। ইতিমধ্যেই নির্মল বিদ্যালয় সম্পর্কে চতুর্থ শ্রেণির পড়ুয়ারা প্রবন্ধ লিখেছে। আজ মঙ্গলবার নির্মল বিদ্যালয় নিয়ে ছবি আঁকে খুদে পড়ুয়ারা। শুধু সিলেবাসের পড়াশোনা নয় সামগ্রিকভাবে পরিপূর্ণ পড়ুয়া গড়ছে এই স্কুল। প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত এর নেতৃত্বে এহেন পঠনপাঠনে খুশি অভিভাবকরাও। ‘মশাটা বড্ড পাজি, কামড়ে দিল কুটুস। ফুলদানিতে জল পচেছে, নেইকো আমার হুঁশ’। বর্তমান সময়কালে ডেঙ্গু শুধু মহানগর কলকাতায় নয় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে মারণ রুপ ধারণ করেছে। তাই ডেঙ্গু মোকাবিলায় যেমন চিকিৎসাটা জরুরি, ঠিক তেমনি জনসচেতনতা বাড়ানো টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতার শিয়ালদহ সংলগ্ন ‘টাকী হাউস গভর্মেন্ট স্পনসর্ড গার্লস স্কুল(প্রাথমিক) ‘ কর্তৃপক্ষ খুদে পড়ুয়াদের নিয়ে গত সপ্তাহে প্রায় দু কিমি জুড়ে জনসচেতনতা মূলক পদযাত্রার আয়োজন করেছিল। ‘মিশন নির্মল বিদ্যালয়’ অভিযান টি গত ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে। আগামী ২৯ সেপ্টেম্বর এই প্রচার কর্মসূচি শেষ হবে। তাই মধ্যিখানে ১৫ টা দিন বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ নির্মল স্কুল গড়তে তৎপর। এর মধ্যে ৫১০ জন পড়ুয়াদের ‘টাকী হাউস গভর্মেন্ট স্পনসর্ড গার্লস স্কুল(প্রাথমিক)’ এর উদ্যোগ একটু ব্যতিক্রমী বলা যায়। শুধু এই সরকারি কর্মসূচির মধ্যে পড়ুয়াদের ‘স্বচ্ছ’ প্রেমীর বার্তা দেওয়া নয়, বছরভর এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে অন্যান্য শিক্ষিকা সহ মহিলা স্টাফরা অত্যন্ত তৎপর স্কুল কে নির্মলতায় রাখতে। প্রতিদিন স্কুলে ঢোকবার সময় হাতে স্যানিটাইজার প্রত্যেক পড়ুয়ার হাতে দেওয়া হয়। মুখে মাস্ক পড়া হয়েছে কিনা তাও দেখা হয়। প্রার্থনার সময় স্বাস্থ্য সচেতনতা মূলক গান পরিবেশন করা হয়। টিফিন টাইমে হাত ভালোমত ধোওয়ার নির্দেশ থাকে খুদে পড়ুয়াদের প্রতি। গত সপ্তাহে এই প্রাথমিক বিদ্যালয়ের চারশোর উপর খুদে পড়ুয়ারা নিজেদের হাতে গড়া প্রচারমূলক প্ল্যাকার্ড নিয়ে এলাকা প্রদক্ষিণ করে ছিল।ওইদিন পদযাত্রায় পিপির মেয়েদের দেখার জন্য তৃতীয় /চতুর্থ শ্রেণির দিদিরা ছিলেন ‘অভিভাবকের’ মত।পড়ুয়াদের কে দেখভালের জন্য প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত সহ অন্যান্য শিক্ষিকারা ছিলেন। টাকী হাউস গভর্মেন্ট স্পনসর্ড গার্লস স্কুল(প্রাথমিক) এর প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানিয়েছেন – ” আমরা রাজাবাজারে মিড ডে মিলের ঘরের পরিচ্ছন্নতা দেখে এসেছি। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্রীদের নিয়ে শিশু সংসদের প্রস্তুতি চলছে। স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। স্বচ্ছতার উপর ছবি আঁকা হয়েছে এবং নির্মল বিদ্যালয় নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে পড়ুয়াদের দিয়ে”।
নির্মলতা নিয়ে প্রদর্শনী কলকাতার বিখ্যাত টাকী গার্লস প্রাথমিক স্কুলে…..।
More from EducationMore posts in Education »
- Global Scholastics to help students find their universities worldwide for higher studies….
- “Wandering Mind by Sradhanjali” – Art Therapy Workshop Success in Barrackpore….
- স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
- Abahon and X-Pressions 2024 Highlight Student Talent and Creativity….
- NSE and Government of West Bengal arranged an Interactive Workshop on SME IPO….
- বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করে পুরষ্কৃত রাজ্যের ১০ টি স্কুল…।
More from GeneralMore posts in General »
- World Pneumonia Day: Raising Awareness on Prevention, Symptoms, and Treatment…
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘পুনশ্চ ট্রাম্প!’….।
- Honey Singh Teams Up with Global Sensation Nora Fatehi for ‘Payal’ Music Video, Says ‘I Have Big Respect for Her’…..
- 1st National Level CME & Workshop on Soft Tissue Tumours by Association of Bone & Soft Tissue Pathologists (ABSTP), India….
- মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল তুলে ধরল এনজিওর ভূমিকা ক্যান্সার চিকিৎসায় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে….।
More from SocialMore posts in Social »
- সম্প্রীতির বার্তা দিতে মঙ্গলকোটের উরসে বিধায়ক থেকে মন্ত্রীমশাই….।
- অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত হলো বিজয়া সম্মিলনী…।
- প্রতারণা: সম্পর্কের বিশ্বাসঘাতকতা এবং মানসিক সুস্থতার প্রভাব….।
- বেলেঘাটায় বদ্রীনাথ ধাম….।
- Dalmia Bharat Celebrates 5th Year of ‘Aap Hain Sachche Viswakarma’ initiative across East India….
- কালনাগিনী নদীবক্ষে মহিলাদের অভিনব তর্পনে উপচে পড়া ভীড়….।
Be First to Comment