সায়ন দেবনাথ : হায়দ্রাবাদ : ২৯ নভেম্বর, ২০২১। কিছুদিন আগেই প্রেক্ষা গৃহে মুক্তি পেয়েছিল অংশুমান প্রত্যুষ পরিচালিত ও প্রযোজিত সারাজাগানো ছবি ‘নির্ভয়া’। ইতিমধ্যেই সেই ছবির জন্য দর্শকদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হয়েছেন ছবির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে এবার দর্শকদের ভালোবাসার সঙ্গে সঙ্গে ‘নির্ভয়া’ ছবির জন্য তিনি জিতে নিলেন জাতীয় স্তরের সম্মান। তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পপুলার চয়েস পুরস্কার জিতে নিলেন প্রিয়াঙ্কা।
এই পুরস্কার পেয়ে রীতিমতো আপ্লুত তিনি, নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট এর মাধ্যমে জানালেন প্রতিক্রিয়া, প্রিয়াঙ্কা লিখেছেন, “তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে ‘নির্ভয়া’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পপুলার চয়েস পুরস্কার পেয়ে রীতিমতো সম্মানিত ও আনন্দিত আমি।
ছবির সমস্ত টিম কে ধন্যবাদ তারা আমার উপর বিশ্বাস রেখেছেন, এবং অবশ্যই ধন্যবাদ জানাই সম্মানীয় জুরি সদস্যদের, যারা আমায় এই পুরস্কারের যোগ্য মনে করেছেন। আর একান্ত ধন্যবাদ দর্শকদের আমায় অবিচ্ছিন্ন ভাবে এত ভালোবাসার জন্য।”
Be First to Comment