বিশেষ প্রতিনিধি : নিমতা, ২ ফেব্রুয়ারি, ২০২৩। ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত উত্তর ২৪ পরগনার নিমতা স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে এলাকার মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হল। প্রতিবছরের মতো এইবার ও মাঘী পূর্ণিমার আগে নবাদর্শ শ্রীমন্তপুর কালীমন্দিরের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু বিশিষ্ট মানুষ।
নিমতা ও বিরাটি এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের এই বস্ত্র তুলে দেওয়া হয় স্বামী প্রনবানন্দ বিদ্যার্থী ভবনের পক্ষ থেকে।
বস্ত্র তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘ এর যুগ্ম সম্পাদক স্বামী ভাস্করানন্দজী মহারাজ, ডাক্তার শোভা দত্ত এবং লক্ষী ভট্টাচার্য।









Be First to Comment