রিমিসা দেবনাথ::–
সিঁদুরে রাঙা মুখটা যখন বিষন্ন হয়ে ওঠে
বিজয়ার অভিনন্দন তখন সবার ঠোঁটে ঠোঁটে
কেউ হাসে, কেউ কাঁদে, কেউবা ডেকে “মা”
কিন্ত সবার মনে একটাই কথা
মা রে আর একটু থেকে যা….
লাল রাঙানো গাল গুলো বেয়ে তখন
অশ্রুর ধারা ছোটে
মায়া মাখানো মুখটা যখন জলের মধ্যে ফোটে।
নিভবে সব পাড়ার আলো, বন্ধ হবে ঢাক
মা রে তুই প্রত্যেক ঘরে জ্যান্ত রুপেই থাক।
কান্না, হাসি, মিষ্টি মুখ সঙ্গে উলুর ধ্বনী
একরাশ ভালবাসার সাথে,
জানাই শুভ বিজয়া দশমী।
Be First to Comment