Press "Enter" to skip to content

নিজের গানের কভার ভার্সান সিরিজ নিয়ে এলেন অমিত কুমার…..।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১৭ মে, ২০২১। কিশোর কুমার গেয়েছিলেন ‘কোই লওটাদে মেরে বিতে হুয়ে দিন’।কথায় বলে গানের কোনো বয়স হয়না।সময় চলে যায়,গান তার নিজের মতো মিস্টি সুবাস ছড়াতে থাকে।স্মৃতির ঝাঁপি থেকে একে,একে উঠে আসে পুরনো সেই গানের কথা।শিল্পী অমিত কুমার টাইম মেশিনে চড়ে শ্রোতাদের কখনো নিয়ে যাচ্ছেন সত্তরের দশকে,কখনো বা আশির দশকে।নিজেরই এক সময়ে সুপারহিট হওয়া গানের কভার ভার্সান নিয়ে নতুন এক সিরিজ শুরু করেছেন শিল্পী। ফেসবুক ফ্যান পেজে আসা অগণিত অনুরাগীদের অনুরোধ থেকে বেছে নিচ্ছেন গান।নিজের গান এখন নতুন সঙ্গীত আয়োজনে আবার ফিরিয়ে আনছেন।এই প্রসঙ্গে তিনি বললেন,”অনেক ফ্যানস গানের রিকোয়েস্ট করে থাকেন।মন্চে পারফর্ম করা এখন দেড় বছর প্রায় বন্ধ।সবাই ডিজিটালি কিছু করছেন।তখনই মনে হলো নিজেরই গান যেগুলোর অনুরোধ আসে,সকলে শুনতে চান তার মধ্যে থেকে বেছে নিয়ে কিছু গান আবার নতুন করে রেকর্ড করে ফেলি।এখন নতুন সাউন্ডে শুনতে সকলেই এনজয় করছেন।প্রথমে করলাম বড়ে আচ্ছে লাগতে হ্যায়,তারপর রোজ রোজ আঁখো তলে।প্রথম গানটা ইউটিউবে অন মেরিট দু লাখ,পরেরটা এক লাখ ভিউয়ারশিপ রিচ করেছে।সাথে গানের পিছনের কিছু গল্পও থাকে।” অমিত কুমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁলো।

২০১২তে চ্যানেলটির পথ চলা শুরু।অরগানিক ভাবে এই সাফল্যে স্বভাবতই খুশি শিল্পী।এই চ্যানেলেই গতকাল রিলিজ করলো শৈলাব ছবির হিট গান মুঝকো ইয়ে জিন্দগি লাগতি হ্যাঁ আজনবি।গানটা লিখেছিলেন জাভেদ আখতার,সুর বাপ্পী লাহিড়ীর।আদিত্য পান্চলির জন্য গাওয়া এই গান খুবই জনপ্রিয় হয়েছিল। অমিত আরো জানান,” নিজের গানের পাশাপাশি আমার প্রিয় ওয়েস্টার্ন গানেরও একটা সিরিজ করেছিলাম।সেটাও খুব প্রশংসিত হয়েছিল।অনেকেই চাইতেন আমি ইংরেজি গান করি।সবই আনন্দ করে করি।নিজের সুরের গান তো আছেই।কুমার ব্রাদার্স মিউজিক থেকে আগামী দিনেও আমার সুরে আরো গাওয়া গান রিলিজ করবে।”

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *