Press "Enter" to skip to content

নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালে’র জন্মদিন….।

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ২৮ অক্টোবর, ২০২৫। করোনা অতিমারির ঠিক আগে ২৮ অক্টোবর ২০১৯ কালীপুজোর দিন নিউজ স্টারডম অনলাইন নিউজ পোর্টালের পথ চলা শুরু হয়েছিল। আমার পাড়ার কালীপুজোর খবর দিয়েই শুরু করেছিলাম অনলাইন নিউজ। এই নিউজ পোর্টালের ট্যাগ লাইন ছিল মনের মতো খবর। সত্যিই মনের মতো খবর কি না পাঠকরাই বলতে পারবেন। ঈশ্বরের কৃপা ও আশীর্বাদে সকল পাঠকদের উৎসাহ ও ভালোবাসায় আজ পর্যন্ত ননস্টপ সংবাদ পরিবেশন করতে সক্ষম হয়েছি। প্রবল ঝড় বৃষ্টি দূর্ঘটনা এমন কি বেড়াতে গিয়েও পাঠকদের কথা ভেবে সংবাদ পরিবেশন করেছি। বহু কষ্ট সহ্য করতে হয়েছে। বহু মানুষ নেগেটিভ কথা বলেছেন তা সত্বেও সঠিক সংবাদ পরিবেশন করেছি। আগামী দিনেও ননস্টপ সংবাদ পরিবেশন করার চেষ্টা করবো। যাদের কথা কখনোই ভোলা যাবে না তারা হলেন টেকনিক্যাল টিম, লেখক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, দেশ বিদেশের পাঠক  প্রচারবিদ সহ নায়ক নায়িকা গায়ক গায়িকা এবং সমাজের বিশিষ্টজন যে ভাবে গত ৬ বছর ধরে নিউজ স্টারডম এর বেড়ে ওঠার সময়ে সহায়তা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার এই নিউজ পোর্টাল এর পাশে আগামী দিনেও আপনারা থাকবেন এই আশা রাখছি। গত পাঁচ বছরে ৯৪০০ এর উপর সংবাদ পরিবেশন করতে পেরেছি।

More from BusinessMore posts in Business »
More from CultureMore posts in Culture »
More from InternationalMore posts in International »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.