অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সঙ্গীতশিল্পী।
ভালবাসায় বড্ড যন্ত্রণা, তুমি ছাড়া কে বোঝে ?
উর্বর মাটির ওপর ময়ূর নাচে, বর্ষা নামে, কি আনন্দ!
ঝমঝম, ছমছম, চাতক পাখি কোমর দোলায়, চোখ নাচায়!
লতা পাতার আঁচলে জল কুল কুল করে ওঠে!
ভিজে অশ্বত্থ মাথা হেঁট করে সলজ্জে।
মেঘের স্খলন শান্তি আনে উত্তপ্ত ভূমি বুকে।
দূর থেকে এগিয়ে আসে কৃষক পুরুষ, হাতে কোদাল।
তুলতুলে নরম মাটি এফোঁড় ওফোঁড় হয় আঘাতে।
ছিন্ন সবুজ অগাছা, বীজ রোপন হয় ধরিত্রী গর্ভে।
পুরুষ কামনায় সিক্ত নারী মেলে ধরে নিজেকে
সর্বভাবে সমর্পনে উন্মুখ শিহরণের আশায়।
আসে উন্মুক্ত পুরুষ, নির্লজ্জ পুরুষ।
তীক্ষ্ণ ভেদন, যন্ত্রণা, রক্তপাত দিয়ে শুরু।
ইপ্সিত সুখোযাত্রা পানে কাতর নয়নে তাকিয়ে নারী।
গর্ভে ধারণ করে স্নেহ, মায়া, মমতা, জীবন যুদ্ধের অপমান।
তবু বলে চলে, ” ভালয় বাস করি , ভালোবাসি “!
নারী, তুমি সব বোঝো, তুমি ছাড়া আর কে বোঝে?
Be First to Comment