নিজস্ব প্রতিনিধি : কল্যাণী, ৭ মার্চ,২০২৪। : আন্তর্জাতিক নারীদিবসকে মাথায় রেখে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে বুধবার থেকে শুরু হয়ে আজ শেষ হল দু’দিনের অনুষ্ঠান। সেইসঙ্গে প্রকাশিত হল ‘নিউজ লেটার ২০২৪’ নামের একটি পুস্তিকাও। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া। “পঠনপাঠন ও গবেষণার পাশাপাশি গ্রামীণ মহিলাদের সচেতন ও তাদের অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী করা আমাদের দায়িত্ব। তাই তাদের তৈরি বিভিন্ন অলংকার, খাদ্যদ্রব্য ও এমব্রয়ডারি করা পোশাক-পরিচ্ছদ বিক্রি করার সুযোগ করে দিয়েছি আমরা।
সব রকম কাজে নারীদের যুক্ত করলেই সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে দেশ এগিয়ে যাবে।” জানালেন উপাচার্য। নারীশক্তি যে পৃথিবীর সমস্ত দিকে ছড়িয়ে পড়েছে সেটি উপস্থিত নারীদেরকে মোটিভেট করার জন্যেই বিশ্ববিদ্যালয় থেকে সম্মান জানানো হল কমনওয়েলথ গেমস এ পাঁচবার সোনা জয়ী রাখি হালদার ও ইন্ডিয়ান মহিলা ফুটবল টিমের প্রাক্তন অধিনায়ক শান্তি মল্লিককে।
জানা গেল, গ্রামীণ মহিলাদের নিয়ে এইরকম সাতবার ফুড ও ক্র্যাফট স্টল দিয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারই প্রথম প্রদর্শিত হল নারী কর্তৃক বিভিন্ন যোগব্যায়াম ও জিমনাস্টিক। উল্লেখ্য, গ্রামীণ মহিলাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শত অধ্যাপিকা, গবেষিকা ও ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অন্যান্যদের মধ্যে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক দেবাংশু রায়, সহ-নিবন্ধক ইন্দ্রাণী কাড়ার, উন্নয়ন আধিকারিক ড. বি. কে. দে, অধ্যাপক সৈকত চ্যাটার্জি প্রমুখ।
ওমেনস স্টাডিসের ডিরেক্টর কাকলি ধারা মণ্ডল জানালেন, “রোগ প্রতিরোধ ও শরীর সুস্থ রাখার জন্য যোগা ও জিমন্যাস্টিক-এর প্রয়োজনীয়তা সর্বজনবিদিত। নারীরাই পরিবারের স্তম্ভ। তারা ভালো থাকলে পরিবার ভালো থাকবে।”
Be First to Comment