সায়ন দেবনাথ : কলকাতা, ৩০ মার্চ, ২০২৫।
গত ২৮ থেকে ৩০সে মার্চ কলকাতার আই.সি.সি.আরে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো চিত্র প্রদর্শনী “শেডস অব ন্যুড” যেখানে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রধান অতিথি ও মুখ্য উপদেষ্টা হিসেবে সম্মানিত করা হলো । সমাজের আরো বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা প্রধান অতিথি বা বিশেষ অতিথির আসন অলংকৃত করলেন এই তিনদিন । উপস্থিত ছিলেন পদ্মশ্রী বিমান বিহারী দাস , ইমেজক্র্যাফটের সভাপতি শংকর দাস, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি তারিক চয়ন, পণ্ডিত সুভাষ সিংহ রায় , পণ্ডিত মল্লার ঘোষ, শোভাবাজার রাজবাড়ির প্রবীরকৃষ্ণ দেব প্রমুখ ব্যক্তিত্বরা বিশিষ্ট শিল্পীর মধ্যে সনাতন দিন্দা, রামকুমার মান্না, গোপাল চন্দ্র নস্কর, ননীগোপাল বিশ্বাস, কৌশিক পাল, সুব্রত ঘোষ, সঞ্জয় সিংহ, প্রসেনজিৎ নাথ এবং সুরথ চক্রবর্তীর শিল্প সৃষ্টি দর্শকদের বিশেষ ভাবে মুগ্ধ করলো । প্রধান অতিথির ভাষণে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন যে দেশের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য এবং আধ্যাত্মিকতার সাথে অজন্তা, ইলোরা, খাজুরাহ বা কোনারকের সূর্য মন্দিরের স্থাপত্য ও ভাস্কর্য সম্পৃক্ত সেই দেশে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের এই উদ্যোগ অবশ্যই স্বাগত । নারীদেহ সৌন্দর্যের প্রতীক তাই উদার মানসিকতার যে শিল্পী তার শিল্পের মাধ্যমে নগ্ন নারীদেহকে দেবী রূপে ফুটিয়ে তুলেছেন, বুঝতে হবে সেই শিল্পী প্রতিটি নারীকে সম্মান ও শ্রদ্ধা করতে জানেন । আর যে সমাজ নারীদেহকে লজ্জার আসবাব মনে করে, তারা আসলে নারীকে হাতের মুঠোয় রাখতে বা পদদলিত করতে চায় কারন তারা নারীর ক্ষমতায়নকে ভয় পায়। মুঘল যুগে বেশকিছু ক্ষেত্রে সমাজে নারীদের স্বাধীনতা খর্ব করা হয়েছিল এবং সত্যি বলতে পর্দাপ্রথা কখনোই ভারতীয় সমাজ ও সংস্কৃতির অংশ নয় । আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমাদের মুখপত্র “স্বস্তিক নিউজ” চ্যানেলের মাধ্যমে এই বিষয়ে একটি অভিনব বিতর্ক সভার আয়োজন করতে চলেছি যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে বর্তমান সমাজ শিল্পে নগ্ন নারীদেহের উপস্থিতিকে ঠিক কি চোখে দেখে । শিল্পীর স্বাধীনতাকে সম্মান দিয়ে আমরা কারো উপর কোন সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে দেওয়ার পক্ষপাতি নই । আমরা চাই বর্তমান সমাজের প্রতিনিধিরা নিজেদের বাকস্বাধীনতার মাধ্যমে যুক্তিনিষ্ঠ আলোচনার দ্বারা ঠিক করুক আগামী দিনে ভারতের সমাজ ও সংস্কৃতি কোন পথের দিশারী হবে । বিশিষ্ট শিল্পী পদ্মশ্রী বিমান বিহারী দাস নিজের প্রথম ন্যুড স্টাডির অভিজ্ঞতা বর্ণনা করেন । শংকর দাস মহাশয় শিল্পের সাথে নগ্নতার সম্পর্ক উল্লেখ করেন । বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি তারিক চয়ন অনুষ্ঠানটির অভিনবত্ব উল্লেখ করেন । শোভাবাজার রাজবাড়ির প্রবীর কৃষ্ণ দেব আগামী দিনে আরো অভিনব অনুষ্ঠান আয়োজনের জন্য শুভেচ্ছা জানালেন । বিভিন্ন অনিন্দ্যসুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে পন্ডিত সুভাষ সিংহ রায় ও পন্ডিত মল্লার ঘোষের যুগলবন্দীতে দেবী সরস্বতীর বন্দনা বিশেষ ভাবে নজর কাড়লো । অনুষ্ঠানের শেষ দিন হিন্দুমহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডলে স্বারক উপহার দিয়ে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের সভাপতি সুরথ চক্রবর্তী, মডেল শর্মিষ্ঠা রায় চৌধুরী এবং ক্লাবের অন্যান্য সদস্যদের বরণ করে নিলেন ।
Be First to Comment