Press "Enter" to skip to content

নব যুব সম্মিলনীর মোহনবাগানের আই এস এল লীগ শিল্ড জয় উদযাপন করলো…।

Spread the love

গোপাল দেবনাথঃ কলকাতা, ১ মার্চ, ২০২৫। জাতীয় ফুটবল ক্লাবের নাম মোহন বাগান এটা সমগ্র ভারতবাসী ইতিমধ্যে জেনে গেছে। কলকাতা ময়দানের এই ফুটবল ক্লাব এই বছর দেশের সেরা ফুটবল ক্লাব গুলোকে পরাজিত করে আই এস এল লীগ শিল্ড জয়ী হয়েছে। মোহনবাগান সমর্থকরা তাঁদের প্রিয় ক্লাবের এই জয়ে খুবই খুশি তারা তাদের নিজেদের মতো করে সেলিব্রেশন করেছে। মোহনবাগান দলের পরম ভক্ত  নাগের বাজার গোরক্ষবাসী রোডের নব যুব সম্মিলনী তাঁদের  সদস্যদের ও শুভানুধ্যায়ীদের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করেছে এই জয় কে উদযাপন করার জন্য। এই নৈশ ভোজ সম্পর্কে এই ক্লাবের অন্যতম সদস্য মলয় ঘোষ উপস্থিত সাংবাদিক কে বলেন আমরা মোহনবাগানীরা আই এস এল লীগ শিল্ড জয়ে খুবই আনন্দিত এই আনন্দ আমাদের ক্লাবের সদস্যদের মধ্যে ভাগ করে নিতে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এদিন মেনুতে রয়েছে ডাল ভাত পোস্ত দিয়ে আলু ভাজা গলদা চিংড়ির মালাইকারি এবং মটনকষা।

More from InternationalMore posts in International »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.