পারিজাত মোল্লা : কলকাতা, ১২ জানুয়ারি ২০২৪। গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার রবীন্দ্র সদনের সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় উপস্থিত হয়েছিলেন লোক সংস্কৃতি গবেষক ও লেখক আইপিএস সুখেন্দু হীরা মহাশয়। সাময়িক পত্র পত্রিকা সহ লিটিল ম্যাগাজিনের বিভিন্ন স্টলগুলো তিনি ঘুরে দেখেন। ‘শব্দের ঝংকার’ শারদীয়া সংখ্যা তাঁকে উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। বলা ভাল এই সাহিত্য উৎসবে তাঁর বহু লেখা রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। ঐতিহ্যবাহী অনেক পত্রিকার শারদীয়া সংখ্যায় সুখেন্দু বাবুর শক্তিধর লেখনী প্রকাশিত হয়েছে ইতিমধ্যে জানা গেছে। নন্দনে লিটিল ম্যাগাজিন মেলায় তাঁর সাথে কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন ছিলেন। আগামী ৩ মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ সাহিত্য মেলায় প্রতিবারের মত এবারেও লেখক সুখেন্দু হীরা উপস্থিত থাকছেন বলে জানা গেছে।
নন্দনে লিটিল ম্যাগাজিন মেলায় লোকসংস্কৃতি গবেষক আইপিএস সুখেন্দু হীরা

More from BooksMore posts in Books »
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
- দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের লেখা ‘ধর্ম,দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশিত হল…।
- একুশে ফেব্রুয়ারী….।
- Immunotherapy unlocks new frontiers for cervical cancer treatment….
- কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলায় “কুলিশ প্রকাশনী” প্রকাশ করল একশো পাতার নাটক ও কবিতার বই….।
- কলকাতা বইমেলায় প্রকাশিত হল সৌম্য ভট্টাচার্যের ঐতিহাসিক উপন্যাস ‘দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যা’…।
More from Writer/ LiteratureMore posts in Writer/ Literature »
Be First to Comment