শ্রীজিৎ চট্টরাজ: কলকাতা, ২২ জুন ২০২২। উদীয়মান পরিচালক আকাশ মালাকার নির্মাণ করেছেন ৯০ এর দশকের নিখাদ প্রেমের গল্প নিয়ে ছবি প্রথমবারের প্রথম দেখা। ছবিটি নিবেদন করছে এস বি অ্যান্ড এন্টারটেনমেন্ট। প্রযোজনা ত্রয়ী চন্দন কান্তি সরকার, তন্ময় লোধ ও সুশান্ত বিশ্বাস। ছবির কাহিনী যতটুকু জানা গেছে সেটা ৯০নয়, ৭০ এর দশকের ফর্মুলা। নায়ক গরীব। নায়িকা বড়লোক। প্রথমে নায়িকার প্রত্যাখ্যান। পরে প্রেমে হাবুডুবু। ছবি বিশ্বাস বা বিকাশ রায়, কিম্বা কমল মিত্র। মেয়ের বাবা বলবেন এ বিয়ে হবে না। পরে মধুরেন সমাপয়েৎ।
তবে দুয়ে দুয়ে চার করলে সমস্যা আছে। ২০২২এ দাঁড়িয়ে ছবির কোথাও নিশ্চয়ই টুইস্ট আছে। সেটা জানতে দেখতে হবে প্রথম বারের প্রথম দেখা। পরিচালকের নির্বাচনে বাংলা ছবি আর এক নতুন জুটি পেতে চলেছে আর্য ও ঋতিকা। আর্য এর আগে আবার বছর কুড়ি পরে ছবিতে এক স্কুল ছাত্রের ভূমিকায় অভিনয় করেছেন। পার্নো মিত্রের সঙ্গে করেছেন বনবিবি ছবিতে অভিনয়। নায়ক হিসেবে এই ছবিতেই প্রথম। পরিচালকের অগাধ বিশ্বাস আর্য নতুন নায়ক হিসেবে স্বীকৃতি পাবেন জন গণেশের কাছে। বিপরীতে ঋতিকা অবশ্য শিশু শিল্পী হিসেবে এসেছেন আগেই।
বনির সঙ্গে করেছেন ১০০% লাভ ছবিতে। অপর্ণা সেনের ছবি আরশিনগর ও সৃজিত মুখার্জির শাজাহান রিজেন্সি ছবিতেও অভিনয় করেছেন। এই ছবিতে প্রথম স্কুল ছাত্রীর চরিত্রে। সহশিল্পীদের মধ্যে আছেন খরাজ মুখার্জি, তুলিকা বসু, শান্তিলাল মুখার্জি, পার্থ সারথি চক্রবর্তী,প্রসূন গায়েন, রাজু মজুমদার, সত্যম মজুমদার, দেবরঞ্জন নাগ প্রমুখ।
ছবি: রাজীব মুখার্জি।
Be First to Comment