Press "Enter" to skip to content

দ্য বেঙ্গল ফ্যাশন শো- ২০২৩’….।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৭ জুলাই ২০২৩।  ‘ওম সস্ত্রী ফিল্মস’-এর পরিচালনায় আগামী ২২ সেপ্টেম্বর কোলকাতার ‘মোহিত মঞ্চ’-এ হতে চলেছে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’।

‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’-এর কর্ণধার আদিত্য দাস  সোমবার সাংবাদিকদের সাথে ব্যক্তিগত আলাপচারিতায় জানিয়েছেন, “এর মধ্যেই কলকাতা সহ রাজ্যের বুকে আলোড়ন তুলেছে ‘ওম সস্ত্রী ফিল্মস’-এর পরিচালনায় হতে চলা ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’। আয়োজকদের আশা ওই ফ্যাশন শো-তে কম করে ৮০ জন প্রতিযোগি অংশ নেবেন।”

‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’-র পরিপ্রেক্ষিতে আজ সোমবার কোলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে ‘দ্য বেঙ্গল ফ্যাশন শো ২০২৩’- নামাঙ্কিত এক পুস্তকের মলাট সহ ‘টাইটেল সঙ’ এবং ‘স্বপ্ন উড়ান’-এর অফিসিয়াল স্ক্রিনিং ও ‘সম্পর্কের বাঁধন’ নামাঙ্কিত প্রোমো প্রকাশ করা হয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.