গোপাল দেবনাথ : কলকাতা, ৩ জুলাই ২০২২। দেবসাহিত্য কুটির প্রাইভেট লিমিটেডের শাখা সংস্থা দেব লাইব্রেরী। বিশ্বের বেশিরভাগ বাঙালি এই বাংলার সবচেয়ে প্রাচীন প্রকাশনা সংস্থা দেব সাহিত্য কুটিরের নাম জানেন। গত ১ জুলাই শুক্রবার প্রভু জগন্নাথ দেবের রথ যাত্রার শুভদিনে কলেজস্ট্রীটে দেব লাইব্রেরীর বিপণীতে উদ্বোধন হল রাজকুমার মৈত্রের “বগলামামার কান্ডকারখানা সমগ্র”।
উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ডিরেক্টর বরুণ চন্দ্র মজুমদার, ম্যানেজিং ডিরেক্টর রাজর্ষি মজুমদার এবং অন্যতম ডিরেক্টর রাজিকা মজুমদার এ ছাড়া ছিলেন একলব্য প্রকাশনের কর্ণধার সেমন্তী মুখোপাধ্যায়। বইটি কলেজ স্ট্রিট দেব লাইব্রেরী এবং ঝামাপুকুর লেন এর প্রকাশনা থেকে পাঠকরা পেয়ে যাবেন।
Be First to Comment