মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ভুয়ো ভ্যাক্সিন কান্ডে দেবাঞ্জন দেবের কর্মকাণ্ড নিয়ে ‘বিরল অপরাধ’ আখ্যা দিয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে সিবিআই তদন্ত চেয়ে মামলা। এরেই মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাদের মামলা দাখিলের প্রাথমিক ধাপ সেরে ফেলেছে। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা পুলিশের কাছে কসবার ভুয়ো ভ্যাক্সিন কান্ডে দেবাঞ্জন দেব নিয়ে রিপোর্ট তলব করেছে ইডি। নিজেদের হেফাজতে নেওয়ার পূর্বে এই রিপোর্ট আদালতের কাছে গুরুত্বপূর্ণ পিটিশন হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে ইডি।কোথায় কোথায় তল্লাশি চালানো হয়েছে? কি কি বাজেয়াপ্ত করা হয়েছে? দেবাঞ্জন দেবের বাড়ি ছাড়া আর কোথায় কোথায় তদন্তকারীরা গিয়েছেন? বিপুল অর্থের উৎস কোথায়? কিভাবে এই অর্থ ব্যবহার করা হত? কলকাতা পুরসভার পরিচয়পত্রের বিস্তারিত তথ্য চেয়েছে ইডি। ইতিমধ্যেই তারা দেবাঞ্জন দেব নিয়ে বিভিন্ন মামলার এফআইআর কপি তুলে আইনজীবীদের কাছে পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে।









Be First to Comment