Press "Enter" to skip to content

দেবাঞ্জনের জালিয়াতি বিরল বললেও সিবিআইয়ে ‘না’ হাইকোর্ট……।

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ১০ জুলাই, ২০২১। গত ২২ জুন কলকাতার কসবায় ভুয়ো ভ্যাক্সিন শিবিরের পর্দাফাস করেছিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তখন উঠে আসে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের জালিয়াতির নানান অতীত। এইবিধ ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দাখিল হয়েছিল ৪ টি মামলা। যারমধ্যে আগেই ১ টি মামলা খারিজ হয়েছিল। গত ৯ জুলাই বাকি ৩ টি মামলাও খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে উঠেছিল দেবাঞ্জন দেব নিয়ে মামলা গুলি।রাজ্যের তরফে আজ আদালতে তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা পড়ে।তা আদালত সন্তুষ্ট। তবে ভবিষ্যতে প্রয়োজনে হলে সিবিআই তদন্তর নির্দেশ দেওয়া হতে পারে বলেও আদালত তা জানিয়েছে।রাজ্যের তরফে এডভোকেট জেনারেল কিশোর দত্ত আজ জানান – ‘ এই ঘটনায় মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব সহ ৪ জন কে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। ৫০ জনের বয়ান নথিভুক্ত করা হয়েছে। যার মধ্যে ২ জন গোপন জবানবন্দি দিয়েছেন।খুব তাড়াতাড়ি চার্জশিট দাখিল করা হবে’। মামলাকারীরা ধৃত দেবাঞ্জন দেব এর সাথে শাসক দলের নেতাদের বিভিন্ন ছবি উপস্থাপন করলে তখন রাজ্যের আইনজীবী রাজ্যপাল এবং প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টানেন। ধৃত দেবাঞ্জন দেবের দেহরক্ষীর সাথে রাজ্যপালের ছবি ছিল।তাহলে কি রাজ্যপাল দোষী?  আবার ভ্যাক্সিন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে অভিনেত্রীর ছবি ব্যবহার বিষয়টি তুলেন রাজ্যের আইনজীবী। তবে এদিন আদালত মামলায় পর্যবেক্ষণে জানিয়েছে – ‘ এটি বিরল অপরাধ। দেবাঞ্জন দেব কিভাবে এই ঘটনা ঘটালো তা আশ্চর্যের ‘। ওয়াকিবহাল মহল মনে করছে আদালতের এহেন পর্যবেক্ষণ এই মামলায় আগামী দিনে রাজ্যের তদন্তে গাফিলতি দেখা দিলে তা সিবিআই তদন্তর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।তদন্তকারীরা জানিয়েছেন – ‘ওই শিবিরে ভুয়ো ভ্যাক্সিনে কোভিশিল্ড এর লেভেল ছিল।অভিযুক্ত দেবাঞ্জন দেব ইমেলে থেকে সিরাম কর্তৃপক্ষ কে চিঠি পাঠানো হয়েছিল।আইপি আডড্রেস খতিয়ে দেখা হচ্ছে।’

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *