Last updated on December 21, 2025
চন্দন রুদ্র : ১৯ ডিসেম্বর, ২০২৫। বাংলাদেশ আছে বাংলাদেশেই। আততায়ীর গুলিতে দেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের অন্যতম মুখ, ভারত বিদ্বেষী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এখন ক্ষোভের আগুনে পুড়ছে। আক্রান্ত গণমাধ্যমও। পত্রিকা প্রকাশের ২৭ বছরের ইতিহাসে ছুটি বাদ দিলে আজ এই প্রথম বার বাংলাদেশে ‘প্রথম আলো’ পত্রিকা প্রকাশিত হয়নি।
গতকাল একদল উগ্রবাদী দুষ্কৃতী বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ‘প্রথম আলো’ ও ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা দুটির অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। শুধু ভাঙচুরই নয়,এরপর অগ্নিসংযোগ ঘটায়। ধ্বংসস্তূপে পরিণত হয় পত্রিকা দুটির প্রধান কার্যালয়। হামলাকারীদের হাতে হেনস্তার শিকার হন দেশের আর এক ইংরেজি দৈনিক ‘নিউজএজ’ পত্রিকার সম্পাদক নূরুল কবির।
এই কুৎসিত আক্রমণের প্রতিবাদে আজ পথে নামে ‘প্রথম আলো’ পত্রিকার সাংবাদিক ও কর্মীরা। মানববন্ধনে পা মিলিয়ে পত্রিকাটির কার্যনির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ দিনটিকে গণতন্ত্রের পক্ষে কালো দিন হিসেবে চিহ্নিত করেন। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবী জানান। সংবাদমাধ্যমের ওপর মর্মান্তিক ও নজিরবিহীন এই হামলাকে দেশের মানবাধিকার কর্মী নুর খান ক্ষোভকে কাজে লাগিয়ে একটি সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেন।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ভোট। ভারত বিরোধী ধর্মীয় মৌলবাদীদের অধীনে চলে যাওয়া বাংলাদেশে দ্রুত একটি সুস্থ নির্বাচিত সরকারের খুবই প্রয়োজন।











Be First to Comment