নিজস্ব প্রতিনিধি : , কলকাতা, ২ সেপ্টেম্বর ২০২৩:- SAI এবং MYAS ভারত সরকারের উদ্যোগে ও পিনচ্যাক সিলাট স্পোর্টস অ্যাসোসিয়েশন বেঙ্গলের আয়োজনে এসভিএস মারোয়ারি হাসপাতাল অডিটোরিয়াম ১১৮, রাজা রামমোহন সরণি”তে ২৬ ও ২৭ আগস্ট দু – দিন ব্যাপী খেলো ইন্ডিয়া উইমেনস পিনচ্যাক সিলাট লীগ ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল। এই টুর্নামেন্টে ১০ টি জেলার মোট ১২০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই ১২০ জন প্রতিযোগীদের মধ্যে আবার চারটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল সেগুলো হল প্রি-টিন, প্রি-জুনিয়র, জুনিয়র, সিনিয়র।। ২৬ শে আগস্ট এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী মৃদুল ব্যানার্জি, জাতীয় কোচ, ভারতীয় ফুটবল দল, শ্রীমতি তপতী ঘোষ, সভাপতি, রামমোহন কলেজ ফর উইমেন,শ্রী তপন ঘোষ, সভাপতি, PSSAB, তমোঘ্ন ঘোষ, ভাইস প্রেসিডেন্ট, PSSAB,অসীম কে বন্দ্যোপাধ্যায় সিনিয়র জাতীয় সাঁতার প্রশিক্ষক, শ্রী সুনীল সিং, মহাসচিব, PSSAB, সুরেশ শর্মা, প্রশাসক, এসভিএস মারোয়ারি হাসপাতাল,শ্রীমান হৃষিকেশ মহারাজ, গৌড়িয়া মিশন মঠ, বাগবাজার, মৌলি পয়রা, শারীরিক শিক্ষার শিক্ষক, মহারাজা কসিমবাজার স্কুল,শ্রী রাজেশ সিনহা, কাউন্সিলর, কেএমসি এছাড়াও অনেক বিশিষ্ঠ ব্যক্তিরা।
২৭ শে আগস্ট ছিল প্রতিযোগিতার শেষ দিন। প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমর্পিতা রায় চৌধুরী, জেলা যুব আধিকারিক, WB সরকার,মি. নাসকিন বক্স, WBCS Exe Asst Comm.Tax Officer, সুরেশ শর্মা, সভাপতি, লায়ন্স ক্লাব উত্তর-পশ্চিম অঞ্চল,শ্রী মহেশ শর্মা, কাউন্সিলর, কেএমসি,শ্রী এস এন দত্ত, সিনিয়র অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট এছাড়াও অনেক গুণী ব্যক্তিরা।
দুদিনব্যাপী খেলো ইন্ডিয়া উইমেনস পিনচ্যাক সিলাট লীগ ২০২৩ অনুষ্ঠিত হলো…।
More from InternationalMore posts in International »
- ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৯৪ সালে আগুনের পরশমনি চলচ্চিত্র নির্মানের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন…।
- অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৪-২৫….।
- প্রিয়বন্ধু সুপ্রিয়র আকস্মিক প্রয়াণ মেনে নেওয়া কঠিন….।
- নবান্ন গিয়ে কাজ সেরে বাড়ি ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জনপ্রিয় চিত্রসংবাদিক সুপ্রিয় নাগ…।
- সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির বিজয়া সন্মেলনী…..।
- প্রকৃতি সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে মার্লিন গ্রুপ।
More from SportMore posts in Sport »
- অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২৪-২৫….।
- ইস্টবেঙ্গল কোচির মাঠে আবার হারালো….।
- কৃষ্ণপুরে ঝুলন মহোৎসব ও অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল….।
- আনোয়ারকে লাল হলুদ জার্সি তুলে দিলেন লিয়েন্ডার পেজ শিখা দেব…।
- পল্টু দাস এর ৮৫ তম জন্মদিবস উপলক্ষে ক্রীড়া দিবস উদযাপন করলো ইস্টবেঙ্গল ক্লাব…।
- জানুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে পঞ্চম পর্বের ‘হাউজএট সিক্স’….।
Be First to Comment