নিজস্ব প্রতিনিধি : দীঘা, ৩০ এপ্রিল, ২০২৫। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথধাম মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র বিষয়টিকে বাংলায় সনাতনের জয় ও সর্বধর্ম সমন্বয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন বলে মন্তব্য করলেন হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী । বুধবার সমগ্র অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মঞ্চে প্রথম সারিতেই দেখা গেল হিন্দুমহাসভার রাজ্য কমিটির ছয়জনের প্রতিনিধি মণ্ডলকে । অনুষ্ঠানের শুরুতে মন্দির প্রাঙ্গণে সঙ্গীত পরিবেশন করলেন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মন্ত্রী ইন্দ্রনীল সেন, জিৎ গাঙ্গুলী, অদিতি মুন্সী, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং ইমন চক্রবর্তীর মত বিশিষ্ট শিল্পীরা । এরপর নৃত্য পরিবেশন করলেন বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী এবং তাঁর ছাত্রছাত্রীরা । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল ঠিক তিনটে দশ মিনিটে দীঘা জগন্নাথধামের দ্বারোদঘাটন করলেন ।
সরকারি টাকায় মন্দির স্থাপনের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হিন্দুমহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বললেন হিন্দুমহাসভা বরাবরই সারা দেশে মন্দির স্থাপনের পক্ষে । কোন স্থানে এই রকম বড় মন্দির গড়ে উঠলে একদিকে যেমন মানুষের ধর্মাচরণের সুযোগ হয় আবার অন্যদিকে সেই স্থানে একটি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে যার মাধ্যমে অঞ্চলের মানুষদের আর্থিক উন্নতি ও রুটিরুজির সংস্থান হয় । তাই জগন্নাথমন্দির সরকারি টাকায় করার মধ্যে কোন সমস্যা নেই । তিনি আরো বলেন অযোধ্যায় রামমন্দির পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা ছিল হিন্দুমহাসভার, আর আজ পশ্চিমবঙ্গে দীঘায় জগন্নাথ মন্দির স্থাপনের মুহূর্তেও সাক্ষী থাকলো হিন্দুমহাসভার রাজ্য কমিটির সদস্যরা ।
এদিন মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এই মন্দির ও মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন দিলীপ ঘোষ। আমরা মনে করিয়ে দিতে চাই প্রভু রামচন্দ্র যেমন ভগবান শ্রীবিষ্ণুর অবতার সেই রকম জগতের নাথ জগন্নাথদেবও ভগবান শ্রীবিষ্ণুর আরেক রূপ । তাই মন্দির স্থাপনকে রাজনীতির ঊর্ধ্বে রেখে আগামী দিনে ভারতের বিভিন্ন রাজ্যে এইভাবে বড় বড় মন্দির গড়ে তোলা উচিত বলে মনে করে ভারতের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিলভারত হিন্দুমহাসভা ।
দীঘা জগন্নাথধাম মন্দির উদ্বোধনে উপস্থিত হিন্দুমহাসভা, রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য বাংলায় স্থাপিত হলো সনাতনের ভিত্তিপ্রস্তর….।

More from CultureMore posts in Culture »
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
- Brilliance Beyond Books: iLEAD to Honour the Brightest Minds….
- শান্তি নিকেতনে বৈশাখী- জ্যৈষ্ঠ অনুষ্ঠান….।
- হিন্দু ধর্ম মতে কালী বা কালিকা হচ্ছেন শক্তির দেবী…।
- Sad demise of Dr. Saroj Ghose, Founding Director General, NCSM….
More from InternationalMore posts in International »
- টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।টুটুদা দাঁড়ালে আমি লড়াইতে থাকব না। তবে শর্ত আছে তিনি মাঝ পথে ছেড়ে দিয়ে ছেলেকে বসাতে পারবেন না….।
- আয়কর ভবনে আয়কর বিভাগের কর্মীদের জন্যে চক্ষু চিকিৎসা শিবির….।
- নৈহাটি ব্রাত্যজন পরিবেশিত “দায়বদ্ধ”: কর্তব্য, দ্বিধা ও নিষ্ঠার এক টানটান নাট্যভাষ্য, নির্দেশনায় অরিত্র ব্যানার্জী.….।
- নব্বই বছর বয়স পেরিয়েও লোক সঙ্গীতের ঐতিহ্য প্রসারে ব্যস্ত বাউল সম্রাট পূর্ণচন্দ্র দাস…।
- ফোর্থ স্টেট আয়রন লিফটিং বডি বিল্ডিং ও ডান্স চ্যাম্পিয়নশিপ ২০২৫…।
- উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব কমিটি সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ালো….।
Be First to Comment