নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫। বিশিষ্ট দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের অপ্রকাশিত বাংলা প্রবন্ধ সংকলন ‘ধর্ম দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশিত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এইচ এল রায় অডিটোরিয়ামে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক প্রবাল কুমার সেন গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন।
কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্য বিংশ শতাব্দীর ভারতীয় দার্শনিকদের মধ্যে সর্বাগ্রগন্য। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের পঞ্চম জর্জ অধ্যাপক ছিলেন।
বাংলা ও ইংরেজিতে তার নানা প্রবন্ধে ভারতীয় দর্শনে হিন্দু ধর্মের প্রকৃতি, ধর্ম সংস্কারের তাৎপর্য এবং সমাজ সংস্কারের গতি প্রকৃতি ও গীতার তাৎপর্য সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছেন। কৃষ্ণচন্দ্রের রেখে যাওয়া সেইসব পান্ডুলিপিকে একত্র করে তা বই আকারে সম্পাদনা করেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী। বইটি প্রকাশ করেছেন দেজ পাবলিশার্স ও ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার যৌথভাবে।
নির্মাল্য নারায়ণ চক্রবর্তী বলেন, এই গ্রন্থ কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের সামাজিক ও ধর্মীয় চিন্তা-ভাবনার স্বাক্ষর। তৎকালীন সমাজে ধর্ম ও সমাজ সংস্কার সম্পর্কে নানা প্রশ্নের উত্তর সহজভাবে তুলে ধরেছেন তিনি। বর্তমান প্রজন্মের কাছে এই লেখাগুলি খুবই প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের ডিন ডঃ সুমন্ত রুদ্র বলেন, ভারতীয় দর্শন ও বহু প্রাচীন পান্ডুলিপির সংরক্ষণ এবং ডিজিটাইজেশনের কাজ শুরু করেছেন তারা। এই বইটি ভারতীয় দর্শনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করেন।
এই বইয়ের লেখা গুলি ব্যাখ্যা করেন অধ্যাপিকা অমিতা চ্যাটার্জী।
দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য্যের লেখা ‘ধর্ম,দর্শন ও সমাজ’ গ্রন্থ প্রকাশিত হল…।

More from BooksMore posts in Books »
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
- মা কালী পঞ্চ’ম’ -কার ও তন্ত্র সাধনা…।
More from InternationalMore posts in International »
- কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলের বড় জয়….।
- বন্ধন লাইফের ইউলিপ প্লাস-এ পেয়ে যাবেন প্রায় ৫০ গুণ পর্যন্ত লাইফ কভার এবং বাজার-সংযুক্ত সম্পদ বৃদ্ধির সুযোগ….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- আসানসোলে বুম্বা মুখার্জীর জন্মদিনে মানবিক উদ্যোগ নিল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন….।
- এইচসিএম নেতৃত্ব টিম টাটা হিটাচির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলো….।
- বারাণসীতে স্বামী শিবানন্দ বাবা ১২৯ বয়সে চিরতরে চলে গেলেন…।
Be First to Comment