Press "Enter" to skip to content

‘দামু’ থেকে ‘আত্মীয় স্বজন’, ‘কৃষ্ণকান্তের উইল’ থেকে ‘দেবীপক্ষ’- রাজা সেনের প্রত্যেকটা ছবির গল্প বলার ধরণ আলাদা……।

Spread the love

শুভ জন্মদিন রাজা সেন

বাবলু ভট্টাচার্য : ‘দামু’ থেকে ‘আত্মীয় স্বজন’, ‘কৃষ্ণকান্তের উইল’ থেকে ‘দেবীপক্ষ’- রাজা সেনের প্রত্যেকটা ছবির গল্প বলার ধরণ আলাদা।

সেই রাজা সেনের চলচ্চিত্র নির্মাণে হাতেখড়ি হয়েছিল সহকারি পরিচালক হিসেবে মোহিত চট্টোপাধ্যায় পরিচালিত ‘মেঘের খেলা’, জোছন দস্তিদার পরিচালিত ‘প্রাগৈতিহাসিক’ এবং বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত ‘ফেরা’ ছবিতে।
স্বাধীন ভাবে কাজ শুরু করেন দূরদর্শন ধারাবাহিক নির্মাতা হিসেবে।

এই পর্যায়ের কাজগুলির মধ্যে ‘সুবর্ণলতা’, ‘আরোগ্য নিকেতন’, ‘কলকাতা কলকাতা’, ‘দেশ আমার দেশ’, ‘আদর্শ হিন্দু হোটেল’ ইত্যাদি উল্লেখযোগ্য।

আশুতোষ কলেজে পড়ালেখা করেছেন রাজা সেন। তাঁর আগে আদর্শ শিক্ষায়তন, যাদবপুর-এর ছাত্র ছিলেন। বাবা সুনীল সেনগুপ্ত। স্নাতক হওয়ার পর প্রথাগত শিক্ষার সমাপ্তি ঘটিয়ে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে আসেন এবং তাঁর নাট্যগ্রুপ ‘নান্দীমুখ’-এ যোগদান করেন রাজা।

মৃণাল সেনের ছবি ‘আকালের সন্ধানে’ এবং ‘একদিন প্রতিদিন’ ছবি দুটিতে ছোট চরিত্রে অভিনয়ও করেন।

রাজা সেন নির্মিত তথ্যচিত্র ‘সুচিত্রা মিত্র’ তাঁকে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। ১৯৯০-২০০২ সাল পর্যন্ত প্রায় ১২টি তথ্যচিত্র নির্মাণ করেন। ১৯৯৬ সালে ছোটদের জন্য নির্মিত প্রথম কাহিনিচিত্র ‘দামু’ শ্রেষ্ঠ শিশু চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করে। পরবর্তী ছবি ‘আত্মীয় স্বজন’ শ্রেষ্ঠ পারিবারিকচিত্র হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়।

রাজা সেন নির্মিত চলচ্চিত্র সমূহ- ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘চক্রব্যূহ’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘তিনমূর্তি’, ‘ল্যাবরেটরী’। এ ছাড়া তথ্যচিত্র আছে ‘রসগোল্লা’, ‘ইতিহাসের কলকাতা’, ‘সুচিত্রা মিত্র’, ‘ফিল্মমেকার ফর ফ্রিডম’, ‘শম্ভু মিত্র’, ‘জ্যোতির্ময়ী দেবী’, ‘সুভাষ মুখোপাধ্যায়’, ‘সুন্দরবন’, ‘আলকাপ’, ‘সমরেশ বসু’ প্রভৃতি।

রাজা সেন ১৯৫৫ সালের আজকের দিনে (১০ নভেম্বর) কলকাতায় জন্মগ্রহণ করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *