Press "Enter" to skip to content

দাবিদাওয়া সম্মিলিত স্মারকলিপি জমা করলো মাদ্রাসা ছাত্র ইউনিয়ন…….। 

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : ৫, ফেব্রুয়ারি, ২০২১।

সংখ্যালঘু ভোট নিয়ে যখন প্রতিটি রাজনৈতিক দল নানান হিসেবে মশগুল। ঠিক তখনি ঐতিহ্যশালী মাদ্রাসা ছাত্র ইউনিয়ন তাদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিভিন্ন দাবিদাওয়া পেশে রাজপথে। আজ অর্থাৎ শুক্রবার এই রাজ্যস্তরের মাদ্রাসা ছাত্র ইউনিয়ন মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের কাছে স্মারকলিপি দিতে চলেছে।চলতি সপ্তাহে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কলকাতার তালতলা ক্যাম্পাসে বিশিষ্ট শিক্ষাবিদ এবং আলিয়া মাদ্রাসা কলেজের প্রাক্তন ছাত্র জনাব আবু সালেহ রেজওয়ানুল করিম সাহেবের সভাপতিত্বে গঠিত হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি। প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি, শিক্ষক সিয়ামত আলি, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের রাজ্য সম্পাদক ও আলিয়ার প্রাক্তন ছাত্র, শিক্ষক আবু সিদ্দিক খান, জাকির হোসেন মোল্লা প্রমুখ। শতাধিক ছাত্র ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে এবং সদ্য প্রাক্তন কমিটির অধিকাংশ পদাধিকারী ছাত্ররা উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়, সাহেব আলী, সম্পাদক হিসেবে নির্বাচিত হয়, মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয় আব্দুর রহমান , এদিন মোট ১৭ জনের একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি সাহেব আলী ও সম্পাদক মাসুদুর রহমান জানান -“আজ ৫ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত বিষয়ে মাদ্রাসা ও সংখ্যালঘু দপ্তরে মন্ত্রীর নিকট ডেপুটেশন দেয়া হলো। এই কমিটি আগামী রাজ্য সম্মেলন পর্যন্ত কাজ করবে। তারপর রাজ্য সম্মেলনে আবার নতুন করে কমিটি গঠন করা হবে। আপাতত এটা অস্থায়ী কমিটি গঠন বলে বিবেচিত”। মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি সিয়ামত আলি বলেন, -“পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের যে ঐতিহ্য পরম্পরা রয়েছে, সেটা ধরে রাখতে এবং প্রাক্তনীদের সাথে যোগাযোগ রাখতে , বিভিন্ন শিক্ষাদপ্তর গুলিতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য ডেপুটেশন ও স্মারকলিপি ইত্যাদি দিতে হবে। কোনমতেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন কোন রাজনৈতিক দলের কাছে বিক্রি যেন না হয় সেদিকে আমাদের সকলের সচেতন থাকতে হবে”। এছাড়া বক্তব্য রাখেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ-সভাপতি আবু সিদ্দিক খান, জাকির হোসেন, মোহঃ রাকিব, মিজানুর রহমান  প্রমুখ। এদিনের সভা আবু সালেহ রেজওয়ানুল করিম সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক সকলকেই নিয়ে ছাত্র স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন।পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি। সভাপতি -সাহেব আলী সেখ,সম্পাদক মোঃ মাসুদুর রহমান,সহ সভাপতি বেলাল উদ্দিন, সহ সম্পাদক মাহমুদুল হাসান, খলিল পিয়াদা, আব্দুর রহমান, আবুজার, আব্দুল্লাহ, কার্যকারী সভাপতি সালমান পিয়াদা।হিসাব রক্ষক শাহরুখ মোল্লা, আব্দুল্লাহ আল মাসুদ,যুগ্মসম্পাদক আহসানুল্লাহ মিদ্দে, সাকিব আল হাসান.ইরফান.সৈয়েদ মোঃ আসাদুজ্জামাল.আয়াতুল্লা লস্কর .সামিরুল ইসলাম.রিয়াজুল খান,.কামরুজ্জামান,আব্দুল কাদির,মুনিস শামী.আবু ওবাইদা.আবিদুর রহমান.নাজিমুদ্দীন,সৈয়েদ সাবিন.আকরম গাজী,মজনুর রহমান।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *