নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১৪ নভেম্বর ২০২১। করোনা অতিমারীর সময়ে লকডাউন, মানুষের জীবনের অনেক খুশি অনেক আনন্দ কেড়ে নিয়েছে। তবু চলমান জীবনের গতি বজায় রাখতে বহু সাধারণ মানুষ নিজেদের নিয়োজিত করেছেন নানান কাজের মধ্যে। সেই সব মানুষের মধ্যে সন্ধ্যা পালে’র নাম অনন্য। দানিয়া হুসেন ছিলেন (২০২০ সালের মিস ওয়েস্ট বেঙ্গল এবং ফার্স্ট রানার আপ মিস ইন্ডিয়া) – এর উদ্যোগে এই শহরে অনুষ্ঠিত হল সন্ধ্যা পালে’র বই প্রকাশ অনুষ্ঠান। এই বইটি’র মূল আকর্ষন হল বাংলা ও ইংরেজী কবিতার সংকলন একটি বইতে আবদ্ধ। বই প্রকাশ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিমান ঘোষ বিধায়ক জয় সাহা, মহিলা মোর্চা’র ডলি ঘোষ। প্রকৃতি ও মননের মেল বন্ধন কলকাতার সাহিত্য প্রেমীদের মনে “সৃজন” বইটি জায়গা করে নেবে সেটা নিয়ে আশাবাদী উদ্যোক্তা দানিয়া হুসেন এবং লেখিকা সন্ধ্যা পাল।
দানিয়া হুসেনের উদ্যোগে প্রকাশিত হলো সন্ধ্যা পালে’র বাংলা ও ইংরেজি কবিতার বই “সৃজন”….।
More from BooksMore posts in Books »
- এমনও তো হতে পারে কোনো এক জন্মে আমিই ছিলাম তোমার ঘরে মৃণালিনীর বেশে….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কল্যাণীতে বিশ্বমানের আলোচনাসভায় সত্যজিৎ রায়….।
- Highlights from the inauguration of Boiparay Boi Utsab…..
- কল্যাণীতে সংবিধান ও স্বাধীনতা আলোচনাসভা….।
- বেলঘরিয়া থিয়েটার একাডেমির ১৫ বছর এবং ডাক্তার অমিতাভ ভট্টাচার্যের অভিনয় জীবনের ৫০ বছর উদযাপন….।
More from PoemMore posts in Poem »
- এমনও তো হতে পারে কোনো এক জন্মে আমিই ছিলাম তোমার ঘরে মৃণালিনীর বেশে….।
- হিন্দু নারীর সিঁদুর মুছিয়ে গর্বের ব্যঙ্গ উক্তি, “বলগে প্রধানমন্ত্রীকে তোরা বুঝুক জঙ্গি শক্তি”….!
- কলকাতায় আম্বেদকর স্মরণে গুণীজন সম্বর্ধনা ও বিশেষ আলোচনা চক্র….।
- সাহিত্য অকাদেমির ওয়েবলাইন সাহিত্যমালার অধীনে আয়োজিত হলো বহুভাষিক কবি সম্মেলন…।
- পালক ঝরার মত খসে পড়বে মেকি শুভাকাঙ্খী, ভন্ড আত্মীয়, বন্ধু….।
- একুশে ফেব্রুয়ারী….।
Be First to Comment