অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।
কেন এরম হয় ! কেন কারন ছাড়া মন খারাপ হয় !
অবেলায় বৃষ্টি নামে ! হৃদয়ে জানালা ভাঙ্গা ঝড় ওঠে অযথা !
ডালিয়া ফোটে, নিরাসক্ত সৌন্দর্য ঢেউ তোলে সরল বাসনায় !
আমি বলি কি, ‘এই ভুল বোঝা বুঝি তে ক্লান্তি নেই, আছে নির্বোধের একগুঁয়েমি’ !
এ যেন পঙ্গপালের গঙ্গা যাত্রা !
এস প্রেম, চুলে বিলি কেটে দিয়ে যাও !
বুক দিয়ে আগলে রাখো সূর্যের তাপ !
ছুঁড়ে ফেলে দাও কথা,কথা আর শুধু কথা !
মন প্রান জুড়ে বড্ড ব্যাথা !
কিছু কর !
নাহলে দাও শ্বাস রোধ করা দীর্ঘ চুম্বন !
Be First to Comment