গোপাল দেবনাথ : কলকাতা, ২৫ সেপ্টেম্বর, ২০২১। সারাবিশ্ব সহ আমাদের দেশে করোনা অতিমারীকালীন সময় প্রায় ১৯ মাস হতে চলেছে। সবে মাত্র কয়েকদিন দিন হলো লকডাউনের কবল থেকে শৃঙ্খল মুক্ত হয়ে সিনেমা হলের দরজা খুলেছে। সিনেমা হল খোলার পর যে সিনেমাটি নিজ গুনে দর্শকদের আশীর্বাদ পেয়েছে তার নাম হলো “সব চরিত্র তোমার আমার”।
গত ৬৯ দিন ধরে দক্ষিণ কলকাতার বসুশ্রী সিনেমা হলে হৈ হৈ করে চলছে। এই সিনেমা টি পরিচালনা করেছেন তপন দত্ত। প্রযোজনা করেছেন আলপনা দত্ত। পরিচালক তপন দত্তের দুটি অসাধারণ কাহিনী অবলম্বনে এই সিনেমাটি নির্মিত হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে প্রযোজনা সংস্থার তরফে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে ছিলেন অভিনেতা অমিতাভ ভট্টাচার্য, অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, পরিচালক তপন দত্ত, পরিচালক অভিনেতা অনিন্দ্য সরকার, অভিনেত্রী দেবিকা মুখার্জী সহ সকল অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীবৃন্দ।
Be First to Comment